ছোটবেলায় ছায়ানটে দুই বছর গান শিখেছিলেন। ঘরোয়া আড্ডায় তাঁকে গাইতে শোনা গেছে অনেকবার। তারই ধারাবাহিকতায় ছয় বছর আগে বিটিভির ‘বৃত্তের বাইরে’ অনুষ্ঠানে গেয়েছিলেন ‘গানের খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে’। এবার সাইফ চন্দনের ‘আব্বাস’ চলচ্চিত্রে প্লেব্যাক করলেন অভিনেত্রী সোহানা সাবা।