<p>‘চল তুলি সেলফি’, ‘দুই দুবার’, ‘লাভ ম্যারেজ’ ‘আগুন’ অথবা ‘চুলের যত্ন নিও’—আসিফের কণ্ঠে চটুল কথার গান মানেই হিট। বছরের পর বছর তিনি শ্রোতাদের এই ধরনের গান দিয়ে মাতিয়ে চলেছেন। তবে ৫১ বছর বয়সে এসে সিদ্ধান্ত বদলেছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ শিল্পী। জানালেন, আর চটুল কথায় গান গাইবেন না তিনি। হয়তো সিনেমার গল্পের প্রয়োজনে দু-একটি গান গাইতে হতে পারে, এটুকুই। আসিফ বলেন, ‘বয়স বিবেচনায় সংযত হওয়ার সময় এসেছে। হিট করানোর প্ল্যানে তাকধিনাধিন আইটেমগুলো গাওয়ার আর প্রয়োজন বোধ করছি না। নভেম্বরের পরে আমাকে ফিল্ম ব্যতীত চটুল গানে আর পাওয়া যাবে না। সার্বিকভাবে কথা, সুর ও সংগীতের ওপর মনোযোগী হওয়ার সময় এসে গেছে।’</p> <p>আসিফ আরো বলেন, ‘পেশাদার গায়ক হিসেবে এত দিন আমার স্বাধীনতা ছিল সীমাবদ্ধ। হুট করেই কোনো রেকর্ডিং না করে দিতে পারতাম না। দেশে-বিদেশে শো করার সীমাবদ্ধতার কারণে শুধু গান রেকর্ডিং করে বেঁচে থাকার চেষ্টা করেছি। ক্যারিয়ারে গত ১৬ বছর নানাভাবে কোণঠাসা অবস্থায় ছিলাম। শুধু সারভাইভ করার চেষ্টা করেছি। এখন আমার দুই ছেলে প্রায় প্রতিষ্ঠিত। তাই আমার ওপর চাপ কমতে শুরু করেছে। অতীতে যা হয়েছে তা ভালোই হয়েছে। এখন নাম-বদনামের চেয়ে নিজের প্রশান্তিকেই ভালোবাসতে চাই।’</p> <p>উল্লেখ্য, আসিফ আকবর এর আগে একবার ঘোষণা দিয়ে গান ছেড়ে দিয়েছিলেন। তখন অনেকে গানের প্রস্তাব নিয়ে গেলেও তিনি সাড়া দেননি। ২০১০ সালে আবার প্লেব্যাকে ফেরেন। বদিউল আলম খোকনের ‘মাই নেম ইজ খান’ ছবিতে ‘জীবন আমার ধন্য হলো’ গানটি হিট হয়েছিল। ইউটিউবে গানটি তিন কোটি ভিউ হয়।</p> <p> </p>