<p>কণ্ঠশিল্পী তাহসান রহমান খান বছর কয়েক আগে ‘কে তুমি’ শিরোনামে একটি গান গেয়েছিলেন। লেখার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজনও করেছিলেন তিনি। ২০১৬ সালে জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশিত হয়েছিল। সেই গানে মডেলও হয়েছিলেন তাহসান। ভিডিও প্রকাশের দীর্ঘ আট বছর পর আবার নতুন করে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তাহসান।</p> <p>তিনি বলেন, ‘অনেক গান থাকে, যেটা প্রকাশের পরপরই জনপ্রিয়তা পায়। আবার অনেক গান থাকে ধীরে ধীরে জনপ্রিয় হয়। এই গানটি যখন প্রকাশ পেয়েছিল অনেকেই পছন্দ করেছিলেন। তবে আমি কনসার্টে গানটি গাইতাম না। ফলে হারিয়ে যেতে বসেছিল। এটি আমার খুব পছন্দের গান।  সব মিলিয়ে ঠিক করলাম, গানটি আবার সবার মাঝে ফিরিয়ে আনি। সে কারণেই নতুন সংগীতায়োজনে গানটি করলাম।’</p> <p> </p> <p> </p>