<p><span style="color:#c0392b"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুনলে অবাক হবেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে যে গেজেট করেছে সেখানে আমার নাম নেই। এই লজ্জা কি আমার না মন্ত্রণালয়ের?</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কেমন আছেন?</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভালো আছি। এখনো প্রতিদিন বাঁশি বাজাচ্ছি। এর চেয়ে ভালো থাকার আর কী হতে পারে! আজও [বুধবার] রেকর্ডিংয়ে আছি। এখন বিরতি চলছে বলে ফোন ধরতে পারলাম। একটু পরে আবার স্টুডিওতে ঢুকব। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ছয় দশক আগে পেশা হিসেবে বাঁশিকে বেছে নিয়েছিলেন। তখন এটাকে চ্যালেঞ্জের মনে হয়নি?</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবশ্যই মনে হয়েছে। আমার পরিবার অত্যন্ত ধর্মভীরু। গান, বাদ্যযন্ত্র বাজানোটা অপরাধ মনে করত তারা। বাঁশিকে নিজের আয়ের উৎস বানাতে চাই, এটা কে মানবে তখন? প্রথম দিকে পরিবার একটু বিরোধিতা করলেও পরে আমার একাগ্রতা ও অধ্যবসায় দেখে আর কিছু বলেনি। তারা বুঝতে পেরেছিল বাঁশি বাজানোর জন্যই আমার জন্ম হয়েছে, সৃষ্টিকর্তা আমাকে একজন বংশীবাদক হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিভিন্ন দেশে আপনি বাঁশি বাজিয়ে মানুষের মন জয় করেছেন। বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে?</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনেক স্মৃতিই তো মনে পড়ে। একবার জাপানে বাঁশি বাজাতে গিয়েছিলাম। সেখানকার নামকরা একটি অডিটরিয়ামে বাজালাম। সবাই করতালি দিয়ে অভিবাদন জানাল। আমি তখন জাপানিদের উদ্দেশ করে একটা প্রশ্ন করলাম, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তোমরা তো নিজের দেশে ঠিকই প্রপার অ্যাকুস্টিক নিয়ে গান করো। তাহলে আমার দেশে কি-বোর্ড পাঠালে কেন, যেটার মধ্যে বাঁশি, তবলা থেকে শুরু করে সব ধরনের সাউন্ড আছে? এটা হাতে পাওয়ার পর তো আমাদের দেশে অ্যাকুস্টিক মিউজিশিয়ানদের আর ডাক পড়ে না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> আমার প্রশ্ন শুনে অডিটরিয়ামের কর্তা বললেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা তো শুধু গাইড দেওয়ার জন্য যন্ত্রটা বানিয়েছি। অ্যাকুস্টিক সাউন্ড আর কি-বোর্ডের সাউন্ড তো কখনোই এক নয়। এটা কি ওরা জানে না?</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> দেশে ফিরে গল্পটা বেশ কয়েকজন মিউজিক ডিরেক্টরকে বলেছিও। জানি না তারা বুঝেছেন কি না!</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ প্রজন্মের বাঁশিবাদকদের সম্পর্কে কী বলবেন?</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জালাল আহমেদ, কামরুল ইসলামসহ অনেকেই আমার ছাত্র। তারা ভালো করছে। তবে বেসিকটা আরো ভালো জানলে সুন্দর হতো। আমাদের দেশে শুধু নয়, এখন ভারতেও দেখবেন মিউজিশিয়ানদের বেশির ভাগের মধ্যে সীমাবদ্ধতা আছে। কেউ ফোক ভালো বাজান, কেউ আধুনিক আবার কেউ দেশের গান ভালো বাজান। অথচ একজন সব ধরনের গান বাজাতে পারেন না। এটা বেসিক না জানার কারণে, ক্লাসিক্যাল না জানার কারণে হয়। আমি চাই, সবাই বেসিক জেনেই ক্যারিয়ার গড়ুক। নইলে মাঝপথে থেমে যেতে হবে।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এখন কেউ বংশীবাদক হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনি কী পরামর্শ দেবেন?</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এখনো এই পেশার কদর আছে। দেশে-বিদেশে বাঁশি বাজিয়ে দেখেছি, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনে। আলাদা এক জগতে হারিয়ে যায় তারা। এককথায় মানুষকে মোহাবিষ্ট করা যায়। তবে হ্যাঁ, আপনার মধ্যে দরদ থাকতে হবে, সততা থাকতে হবে।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আপনি বললেন, আমাদের দেশে কি-বোর্ড আসার পর মিউজিশিয়ানদের কদর কমেছে। এর প্রভাব কি টোটাল সংগীতাঙ্গনে পড়েছে?</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অবশ্যই। এখনকার গান কি কেউ মনে রাখছে? পাঁচটা গান এক জায়গায় করলে দেখবেন, মিউজিকে তেমন কোনো পরিবর্তন নেই। আগের দিনের ফোক বা দেশের গানগুলো শুনুন আর এখনকার গান শুনুন, তাহলে পার্থক্য পাবেন। একজন মানুষ যে আবেগ দিয়ে বাজাবে, একটা যন্ত্র সেই আবেগ পাবে কোথায়? এখনো মিউজিক ডিরেক্টররা যদি না বোঝেন তাহলে গানের সঙ্গে সঙ্গে তারাও হারিয়ে যাবেন।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আপনি তো বিভিন্ন দেশ থেকে সম্মানজনক নাগরিকত্বের প্রস্তাব পেয়েছেন। তবু বাংলাদেশে থেকে গেলেন...</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমি মুক্তিযোদ্ধা। ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি অস্ত্র হাতে। তখন জামান বাহিনী, মজিদ বাহিনীর কথা শুনলে পাকিস্তানি সেনারা ভয়ে কাঁপত। আমি জামান বাহিনীর প্রধান সেই গাজী আবদুল হাকিম। একটা স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম। অথচ গত ৫৩ বছরে সেই স্বপ্ন আর পূরণ হলো কই? আমি ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ বেতারে চাকরি করেছি, ২০১৫ সালে অবসর নিয়েছি। অথচ আমাকে পেনশন দেওয়া হলো না! একজন মানুষ ভিন্ন মতাদর্শের হতেই পারে। আওয়ামী লীগ-বিএনপি করতেই পারে। অথচ নিজের জীবন বাজি রেখে যে মানুষটা দেশের স্বাধীনতা আনল তার সঙ্গেই এমন প্রতারণা! আমাকে তিনবার রক্ষী বাহিনী তুলে নিয়ে গিয়েছিল। এটা কেউ জানে না। আমি এই দেশে জন্মেছি, বেড়ে উঠেছি, মানুষ আমার বাঁশি শুনেছে এই দেশেই। কখনোই এই দেশ ছেড়ে আমি যাব না।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার একুশে পদক [২০২৩] পেয়েছেন। আপনি তৃপ্ত?</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শুনলে অবাক হবেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে যে গেজেট করেছে সেখানে আমার নাম নেই। এই লজ্জা কি আমার না মন্ত্রণালয়ের? আমি কিছু বলিনি। একুশে পদক পেয়েছি ঠিক আছে, তবে আমি কি স্বাধীনতা পদকের দাবিদার নই? এটা নিয়েও কাউকে কিছু বলিনি। গত ১৬টা বছর যে অরাজকতার মধ্যে ছিল পুরো জাতি, সেখানে আমার এই অবমূল্যায়নটা কমই মনে হয়েছে। নিজের কষ্ট নিজের মধ্যেই রেখেছি। </span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কী? </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">৫৩ বছর তো দেখলাম। সে এক দারুণ অভিজ্ঞতা। এখন অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। আমার কাছে ভালোই মনে হচ্ছে। ড. ইউনূস ভালো মানুষ। মনে হয়, তিনি সময় পেলে দেশটাকে সংস্কার করবেন। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেটা বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>