<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, তিনি দৃশ্যমান কিছু কাজ করতে চান। এরই মধ্যে নেওয়া হয়েছে সাতটি কর্মসূচির উদ্যোগ। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচিগুলোর কথা জানান ফারুকী। এগুলো হলো রিমেম্বারিং মনসুন রেভল্যুশন, তারুণ্যের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি, ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প, বাংলা একাডেমির সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প, জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন এবং শো-ক্রিয়েটর ওয়ার্কশপ। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গণগ্রন্থাগারের মহাপরিচালকরা। ফারুকী বলেন, </span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্তর্বর্তী সরকার বিশ্বাস করে দেশ সবার। এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না।</span></span><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></p> <p> </p>