<p>নতুন বছরে নতুন উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক এ আয়োজন দেশজুড়ে শিল্পকলার সব শাখায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকছে জাতীয় পিঠা উৎসব, লোকনাট্য উৎসব, পেইন্টিং, আলোকচিত্রসহ বিভিন্ন আয়োজন। গতকাল থেকেই শুরু হয়েছে উৎসবটি। ২০ জানুয়ারি পর্যন্ত চলবে ‘ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী’।</p> <p>১৭ জানুয়ারি পর্যন্ত চলবে ‘২০২৪ : ঐ নূতনের কেতন ওড়ে’ শীর্ষক পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিও চিত্র ও কার্টুন প্রদর্শনী। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি একাডেমি প্রাঙ্গণে [ঢাকা] অনুষ্ঠিত হবে ‘জাতীয় পিঠা উৎসব’। গতকাল থেকে সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘লোকনাট্য উৎসব’।</p> <p>এ ছাড়া কুমিল্লা, মুন্সীগঞ্জ, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও, যশোরসহ ১৪টি জেলায় হবে লোকনাট্য উৎসব। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও থাকছে শিল্পকলার এই কর্মসূচির মধ্যে। যেটা অনুষ্ঠিত হবে ১১ থেকে<br /> ১৯ জানুয়ারি।</p> <p> </p> <p> </p>