<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত হলো। গতকাল এফডিসিতে ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু ৯ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন স্থগিতের আদেশ দেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক। হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া নির্মাতারা। এর আগে ২৮ ডিসেম্বর একবার নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটা নিরাপত্তার স্বার্থে স্থগিত করা হয়েছিল। দ্বিতীয়বার স্থগিত হওয়ায় পরিচালকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাতা সায়মন তারিক বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পরিচালক সমিতি একটা অলাভজনক প্রতিষ্ঠান। অথচ এই প্রতিষ্ঠান নিয়ে এত রাজনীতি কেন? ভোটগ্রহণের আগের দিনই কেন নির্বাচন স্থগিত করা হবে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া প্রত্যেক নির্মাতা একে অন্যের সঙ্গে দারুণ সম্পর্ক। হানাহানি হওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচন বারবার কে বানচাল করছে তা প্রশাসনের খুঁজে বের করা উচিত।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p>