<p>২০১৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবি দিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্ণো মিত্র। সেখানে বলিউড অভিনেতা ইরফান খানের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ আট বছর পর আবার বাংলাদেশের পর্দায় হাজির হতে যাচ্ছেন পার্ণো। ফজলুল কবীর তুহিনের ‘বিলডাকিনি’ ছবিটি মুক্তি পাবে ২৪ জানুয়ারি। এর মধ্যে প্রকাশিত হয়েছে অফিশিয়াল পোস্টার। ছবিতে পার্ণোর সহশিল্পী বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।</p> <p>পরিচালক তুহিন বলেন, ‘একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার এক লড়াইয়ের গল্প নিয়ে ছবিটি। দর্শক চিরায়ত বাংলার রূপ মানুষ দেখতে পাবে এই ছবিতে। যেখানে মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণার সঙ্গে সঙ্গে তাদের আত্মবিশ্বাস ও ভালোবাসার অনুপ্রেরণা মিশে গেছে। পার্ণো ছবিটিতে দারুণ অভিনয় করেছেন। আমি মুগ্ধ। আশা করছি মোশাররফ করিম ও পার্ণো মিত্রের অভিনয় দেখে মন ভরবে দর্শকের।’</p> <p>সরকারি অনুদান পাওয়া ছবিটিতে আরো অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইনুন নাহার পুতুল প্রমুখ। নওগাঁর প্রতিসর, নাটোর ও বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে ছবিটির শুটিং হয়েছে।</p> <p> </p>