একজন শিল্পী এর চেয়ে বেশি কিছু চায় না
গত বছরই সুরকার হিসেবে পাঁচ দশক পূর্ণ করেছেন ‘মন শুধু মন ছুঁয়েছে’ শিল্পী নকীব খান। এ উপলক্ষে ১৭ জানুয়ারি ‘সুরে সুরে পঞ্চাশে’ আয়োজন করা হয়েছে। কেমন ছিল ৫০ বছরের পথ চলা, এখনকার গান নিয়েও কী ভাবছেন তিনি? নকীব খানের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
সম্পর্কিত খবর