চ্যানেল আইতে বিকেল ৫টা ২৫ মিনিটে রয়েছে ‘মনোহর ইফতার’। উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী। অনুষ্ঠানে রয়েছে ইফতারির নানা রেসিপি ও এসব খাদ্যের পুষ্টিগুণ নিয়ে একজন পুষ্টিবিদের বিশ্লেষণ। অনুষ্ঠানের প্রতি পর্বে অংশ নিচ্ছেন একজন করে দেশি ও প্রবাসী বাঙালি গৃহিণী।
নো প্লেস লাইক হোম
আল জাজিরায় সন্ধ্যা ৬টায় উইটনেস বিভাগে রয়েছে তথ্যচিত্র ‘নো প্লেস লাইক হোম’-এর নতুন পর্ব। এ পর্ব শ্রীলঙ্কান তরুণী প্রিয়াঙ্গিকাকে নিয়ে। সাত সপ্তাহ বয়সে তাঁকে দত্তক নেয় নরওয়ের এক পরিবার। দত্তকের পেছনের ঘটনা জানতে দীর্ঘদিন পর শ্রীলঙ্কায় ফেরেন তিনি।