ঈদের ছবির দৌড়ে চক্কর ৩০২

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ঈদের ছবির দৌড়ে চক্কর ৩০২

গত বছর ঈদেই মুক্তির জন্য প্রস্তুত ছিল শরাফ আহমেদ জীবনের চক্কর ৩০২। কাজ গুছিয়ে আনতে না পারায় সে সময় মুক্তি পায়নি সরকারি অনুদানে নির্মিত ছবিটি। এবার জানা গেল, রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। নির্মাতা জীবন বলেন, শুরু থেকেই পরিকল্পনা ছিল বড় উৎসবে মুক্তি দেব।

তাই রোজার ঈদ বেছে নিয়েছি আমরা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করব আমরা। ঈদের আগেই টিজার, ট্রেলার, গান প্রকাশসহ আরো অনেক পরিকল্পনা আছে আমাদের। ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রিকিতা নন্দিনী শিমু।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আমেরিকান ম্যানহান্ট

ওসামা বিন লাদেন

    অন্তর্জাল
শেয়ার
ওসামা বিন লাদেন
‘আমেরিকান ম্যানহান্ট : ওসামা বিন লাদেন’ সিরিজের দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘আমেরিকান ম্যানহান্ট : ওসামা বিন লাদেন’। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই অন্বেষণের অজানা বিষয়গুলো তুলে ধরা হয়েছে সিরিজে। রয়েছে বিরল কিছু ফুটেজ ও গোয়েন্দা কর্মকর্তাদের বয়ান।

বানিয়েছেন মর লুশি ও ড্যানিয়েল সিবান।

 

মন্তব্য
চলচ্চিত্র

ভালোবাসা আজকাল

শেয়ার
ভালোবাসা আজকাল
‘ভালোবাসা আজকাল’-এ শাকিব খান ও মাহিয়া মাহি

অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি, মিশা সওদাগর। পরিচালক পি এ কাজল। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : রানা আর তার মামা মিলে লোক ঠকিয়ে বেড়ায়।

মামা-ভাগ্নে মিলে সুমি নামের এক ধনী মেয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সুমি সম্পর্কে সব তথ্যই তারা জানে, তবে চেহারায় চেনে না। এই সুযোগের সদ্ব্যবহার করে বাড়ি থেকে পালানো ধনীর দুলালি ডানা। সুমি সেজে রানার বাড়িতে এসে ওঠে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

মনোহর ইফতার

শেয়ার
মনোহর ইফতার
‘মনোহর ইফতার’ অনুষ্ঠানের দৃশ্য

চ্যানেল আইতে বিকেল ৫টা ২৫ মিনিটে রয়েছে ‘মনোহর ইফতার’। উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী। অনুষ্ঠানে রয়েছে ইফতারির নানা রেসিপি ও এসব খাদ্যের পুষ্টিগুণ নিয়ে একজন পুষ্টিবিদের বিশ্লেষণ। অনুষ্ঠানের প্রতি পর্বে অংশ নিচ্ছেন একজন করে দেশি ও প্রবাসী বাঙালি গৃহিণী।

 

নো প্লেস লাইক হোম

আল জাজিরায় সন্ধ্যা ৬টায় উইটনেস বিভাগে রয়েছে তথ্যচিত্র ‘নো প্লেস লাইক হোম’-এর নতুন পর্ব। এ পর্ব শ্রীলঙ্কান তরুণী প্রিয়াঙ্গিকাকে নিয়ে। সাত সপ্তাহ বয়সে তাঁকে দত্তক নেয় নরওয়ের এক পরিবার। দত্তকের পেছনের ঘটনা জানতে দীর্ঘদিন পর শ্রীলঙ্কায় ফেরেন তিনি।

মন্তব্য

যুক্তরাষ্ট্রে অভিনয়ের প্রশিক্ষণ নেবেন পারসা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
যুক্তরাষ্ট্রে অভিনয়ের প্রশিক্ষণ নেবেন পারসা

ছোটবেলা থেকে নৃত্যচর্চা করে এসেছেন পারসা ইভানা। দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী হিসেবে। তবে নিজেকে আরো শাণিত করতে চান অভিনয়ে। এর জন্য যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সেখানে তিনি দ্য ফ্রিম্যান স্টুডিওতে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেবেন ফ্রিম্যান স্কটের কাছে। যিনি তিন দশকের বেশি সময় ধরে প্রশিক্ষণ দিচ্ছেন। পারসা জানান, দিন কয়েক আগে তিনি অনলাইনে অডিশন দিয়েছিলেন। সেখান থেকে তাঁকে চূড়ান্ত করা হয়েছে।
আট সপ্তাহের এ কোর্সের জন্য এপ্রিলে নিউইয়র্কে যাবেন অভিনেত্রী।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ