খালিদ-এ পলাশের সঙ্গী সাফা কবির

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
খালিদ-এ পলাশের সঙ্গী সাফা কবির

দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে তানিম রহমান অংশুর টেলিছবি ‘খালিদ’-এর পোস্টার। যেখানে নতুন অবতারে দেখা দিয়েছেন জিয়াউল হক পলাশ। এতে বোহেমিয়ান এক বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই টেলিছবিতে পলাশের সঙ্গী সাফা কবির।

গতকাল অভিনেত্রীর আলাদা পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা।

অংশু জানান, নতুন ধারার ফাইট-অ্যাকশন রয়েছে এখানে। হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং ও বক্সিং ঠিকঠাক ফুটিয়ে তুলতে লম্বা সময় নিয়ে কাজটি করেছেন তাঁরা। ঈদে ক্লাভ ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

দি ইলেকট্রিক স্টেট

শেয়ার
দি ইলেকট্রিক স্টেট
‘দি ইলেকট্রিক স্টেট’ ছবির দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে এসেছে রুশো ভ্রাতৃদ্বয়ের দি ইলেকট্রিক স্টেট। বৈজ্ঞানিক কল্পকাহিনির ছবিটি নির্মিত হয়েছে সাইমন স্টালেনহ্যাগের উপন্যাস অবলম্বনে। হারিয়ে যাওয়া ভাইয়ের খোঁজে বের হয় অনাথ কিশোরী মিশেল। সঙ্গী কসমো বট নামের এক রহস্যময় রোবট।

হাস্যরসের মাধ্যমে পরিণতির দিকে এগোয় গল্পটি। অভিনয়ে মিলি ববি ব্রাউন, ক্রিস প্রাট, জেসন আলেকজান্ডার প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

অবিচার

শেয়ার
অবিচার
‘অবিচার’ ছবিতে মিঠুন চক্রবর্তী ও রোজিনা

অভিনয়ে মিঠুন চক্রবর্তী, রোজিনা, উৎপল দত্ত। পরিচালনা শক্তি সামন্ত ও হাসান ইমাম। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : নদীতে মাছ ধরে মহেশের আড়তে বিক্রি করে ঘনশ্যাম।

মহেশ লোভী প্রকৃতির, তার কাছে মাছ বেচে খুব একটা লাভ হয় না। বশিরউদ্দিনের কাছে মাছ বেচার সিদ্ধান্ত নেয় ঘনশ্যাম। কদমকে ভালোবাসে ঘনশ্যাম। কদমের ইজ্জতহানির চেষ্টা করে মহেশ।
কিন্তু আদালতে ঘনশ্যামের বিরুদ্ধে জবানবন্দি দেয় কদম।

 

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘সিক্রেট বিউটি এক্সপার্ট’ অনুষ্ঠানের দৃশ্য

সিক্রেট বিউটি এক্সপার্ট

শনিবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হয় বিউটি এক্সপার্ট খোঁজার অনুষ্ঠান সিক্রেট বিউটি এক্সপার্ট। বাছাইকৃত ৩০ জনকে নিয়ে শুরু হয় স্টুডিও রাউন্ড। আজ রয়েছে ১১তম পর্ব। বিচারকাজের দায়িত্ব পালন করছেন কানিজ আলমাস খান, কাজী কামরুল ইসলাম এবং প্রতি পর্বে থাকেন একজন সেলিব্রিটি অতিথি বিচারক।

উপস্থাপনায় আইশা খান।

 

ভুলে যাওয়া গণহত্যা

১৯৮৭ সালে ভারতের উত্তর প্রদেশের মালিয়ানা গ্রামের ৭২ জন মুসলিমকে হত্যা করা হয়েছিল। তিন দশকেরও বেশি সময় পর আল জাজিরা প্রশ্ন তুলেছে, কেন এই গণহত্যার বিচার হয়নি? আজকের পর্বের নাম পিপল অ্যান্ড পাওয়ারইন্ডিয়াস ফরগটেন ম্যাসাকার। দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে।

 

 

মন্তব্য
ছবিতে সংবাদ

‘ইত্যাদি’তে চার অভিনেত্রীর নৃত্য

শেয়ার
‘ইত্যাদি’তে চার অভিনেত্রীর নৃত্য

ঈদের ইত্যাদিতে এবার রয়েছে একটি ভিন্ন আঙ্গিকের নৃত্যায়োজন। এতে অংশ নিয়েছেন এই সময়ের জনপ্রিয় চার টিভি অভিনেত্রীসাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

ফাগুন অডিও ভিশন জানায়, সব সময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শক অভ্যস্ত ইত্যাদির নাচগুলো তার চেয়ে একটু ব্যতিক্রমী। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে এবারের নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
ইত্যাদি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি হানিফ সংকেত।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ