<p>দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে তানিম রহমান অংশুর টেলিছবি ‘খালিদ’-এর পোস্টার। যেখানে নতুন অবতারে দেখা দিয়েছেন জিয়াউল হক পলাশ। এতে বোহেমিয়ান এক বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই টেলিছবিতে পলাশের সঙ্গী সাফা কবির। গতকাল অভিনেত্রীর আলাদা পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা।</p> <p>অংশু জানান, নতুন ধারার ফাইট-অ্যাকশন রয়েছে এখানে। হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং ও বক্সিং ঠিকঠাক ফুটিয়ে তুলতে লম্বা সময় নিয়ে কাজটি করেছেন তাঁরা। ঈদে ক্লাভ ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।</p>