দেশে গান, কাতারে ঈদ

  • দেশের ব্যস্ততম সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। চলচ্চিত্র, নাটক বা কনসার্ট—বছরজুড়ে গানে তাঁর ব্যস্ততা লেগেই থাকে। এই ঈদের দুটি ছবিতে থাকছে তাঁর গান। থাকবেন নাটকের গানেও। শিল্পীর এই সব ব্যস্ততার খবর নিয়েছেন কামরুল ইসলাম
শেয়ার
দেশে গান, কাতারে ঈদ
ইমরান মাহমুদুল ছবি : রফিকুল ইসলাম রাফ

ঈদের কয়েক দিন আগেই কাতারে যাব। সেখানে প্রবাসী ভাইদের সঙ্গে ঈদ উদযাপন করব। অংশ নেব কনসার্টে। কাতার থেকে ফিরে আবার দেশে কয়েকটি কনসার্ট করব।

এরপর এপ্রিলে আবার যাব সৌদি আরব। সেখানেও গাইব দুটি কনসার্টে

উৎসবের আমেজে কন্যা

গতকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’ ছবির গান ‘কন্যা’। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজনে ইমরান। যৌথভাবে গেয়েছেন দিলশান নাহার কণা ও ইমরান।

পর্দায় রয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। গানটির টিজার প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতার মাঝে আগ্রহ দেখা যাচ্ছিল। উৎসবের আমেজ ধরা পড়েছে গানটির দৃশ্যায়নে। যা পুলকিত করছে দর্শকের মন।
ইমরান বলেন, ‘এটা খুব রিদমিক, রোমান্টিক ড্যান্স নাম্বার। ফুরফুরে মেজাজের গান। সামনে আবার পহেলা বৈশাখ। সব মিলিয়ে দর্শক-শ্রোতা খুব উপভোগ করবে।’ 

 

জংলির প্রেমের গান

ঈদের ছবি এম রাহিমের ‘জংলি’।

সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত এই ছবির মূল রোমান্টিক গানটি গেয়েছেন ইমরান। এখানেও সঙ্গে কণা। ‘পাগল পাগল লাগে’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। সংগীতায়োজনে ইমরান নিজেই। ইমরান বলেন, ‘গল্পের চরিত্রটির জংলি হয়ে ওঠার সঙ্গে তার জীবনে প্রেমও আসে। সে মুহূর্তে গানটি শোনা যাবে। খুব সুন্দর একটি গান। দর্শক-শ্রোতারা গল্পের সঙ্গে মিলিয়ে অনুভব করতে পারবেন।’ 

 

নাটকের গান

চলচ্চিত্রের পাশাপাশি নাটকের গানেও নিয়মিত কণ্ঠ দেন ইমরান। ব্যতিক্রম ঘটছে না এই ঈদেও। জানালেন, ঈদের বেশ কয়েকটি নাটকের গান করেছেন। অবশ্য নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিক জানাতে পারলেন না। এর বাইরে নিজের একটি গানও প্রকাশ করবেন ভেবেছিলেন। তবে ঈদে যেহেতু চলচ্চিত্র ও নাটকে এতগুলো গান আসছে, তাই সে ভাবনা আপাতত স্থগিত করেছেন।

 

ঈদের অতিথি

প্রতি ঈদেই তারকাদের নিয়ে হরেক রকম অনুষ্ঠান সাজায় টিভি চ্যানেলগুলো। এবারের ঈদেও সে ধারা অব্যাহত থাকছে। ইমরান অংশ নিয়েছেন ঈদের একাধিক টিভি অনুষ্ঠানে। এর মধ্যে এটিএন বাংলায় তাঁকে নিয়েই সাজানো হয়েছে একটি অনুষ্ঠান ‘আ ডে উইথ ইমরান’। এতে ইমরানের সঙ্গে দিনভর আড্ডা দিয়েছেন সঞ্চালক নীর হুরেরজাহান। এ ছাড়া ঈদের অন্যতম আকাঙ্ক্ষিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলায়’ও ইমরানকে দেখা যাবে, জানিয়েছেন শিল্পী নিজেই।

 

ধর্মীয় গানে ইমরান

রমজান মাস উপলক্ষে ইমরানের কণ্ঠে কয়েকটি ইসলামী ভাবধারার গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘দ্বীনের পথে রোজার সাথে’, ‘তুমি মেহেরবান’ ইত্যাদি। ইমরান বলেন, ‘গানগুলো আগেই রেকর্ড করা ছিল। রমজান মাস উপলক্ষে প্রকাশিত হয়েছে। আসলে এগুলোর রেসপন্স কেমন, সেটা নিয়ে ভাবি না। মহৎ উদ্দেশ্য থেকে গানগুলো করা। যাতে মানুষ মহৎকর্মে অনুপ্রাণিত হয়।’ 

 

কাতারে ঈদ ও কনসার্ট

ঈদে দেশে থাকবেন না ইমরান। কাতার প্রবাসী বাঙালিদের সঙ্গে কাটবে তাঁর ঈদ। ইমরান বলেন, ‘ঈদের কয়েক দিন আগেই কাতারে যাব। সেখানে প্রবাসী ভাইদের সঙ্গে ঈদ উদযাপন করব। অংশ নেব কনসার্টে। কাতার থেকে ফিরে আবার দেশে কয়েকটি কনসার্ট করব। এরপর এপ্রিলে আবার যাব সৌদি আরব। সেখানেও গাইব দুটি কনসার্টে।’

 

ইচ্ছা ও অপেক্ষা

দেশে সমসাময়িক প্রায় সবার সঙ্গেই গান করেছেন ইমরান। তাঁর সঙ্গে গান করতে মুখিয়ে থাকেন তরুণদের অনেকেই। তবে ইমরানের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিদেশের কোনো শিল্পীর সঙ্গে তিনি যৌথ গান করতে চান কি না? বলেন, ‘ইচ্ছা তো আছেই। বেশ কিছু গানের কথাও চলছে। যদি চূড়ান্ত হয়, জানাব।’

এর আগে ভারতের একাধিক প্রতিষ্ঠানের হিন্দি গান করেছেন ইমরান। সেখানকার কয়েকজন তারকা শিল্পীর সঙ্গেও রয়েছে সখ্য। তাঁদের কারো সঙ্গে গান নিয়ে হাজির হবেন কি না, সেটা সময়ই বলে দেবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

এক নাটকে মেহজাবীনের ঈদ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
এক নাটকে মেহজাবীনের ঈদ

শোবিজের অন্যতম বড় তারকা মেহজাবীন চৌধুরী। ঈদ উৎসবে তাঁর নতুন কাজ দেখার অপেক্ষায় থাকেন দর্শক। এই ঈদের জন্য আলাদা করে কোনো কাজ করেননি অভিনেত্রী। তবে ঈদে তাঁকে পাওয়া যাবে বেস্ট ফ্রেন্ড ২.০ নাটকে।

প্রবীর রায় চৌধুরীর এ নাটক মূলত ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছিল। তবে মুক্তি পিছিয়ে ঈদে স্থানান্তর করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। নাটকটিতে মেহজাবীনের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। এটি বেস্ট ফ্রেন্ড সিরিজের চতুর্থ কিস্তি।
প্রথমটি এসেছিল ২০১৮ সালে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

স্কাই ফোর্স

শেয়ার
স্কাই ফোর্স
‘স্কাই ফোর্স’ ছবির দৃশ্য

১৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধে পাকিস্তানের সারগোধা বিমান ঘাঁটিতে এয়ার স্ট্রাই করে ভারতীয় বিমানবাহিনী। সেই ঘটনা নিয়ে নির্মিত স্কাই ফোর্স মুক্তি পেয়েছিল জানুয়ারিতে। বক্স অফিসে ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গতকাল অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে অ্যাকশন-থ্রিলারটি।

অভিনয়ে অক্সয় কুমার, সারা আলী খান, নিমরত কৌর, বীর পাহারিয়া প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

তবুও ভালোবাসি

শেয়ার
তবুও ভালোবাসি
‘তবুও ভালোবাসি’ ছবিতে বাপ্পী ও মাহিয়া মাহি

অভিনয়ে বাপ্পী, মাহিয়া মাহি, দিতি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : সৎ ও প্রতিবাদী যুবক সংগ্রাম।

পড়াশোনা শেষ করে বাবার ব্যবসার দায়িত্ব নেবে। এর আগে বন্ধুর বিয়ের দাওয়াতে যায় গাজীপুর। সেখানে পরিচয় হয় চঞ্চল মেয়ে সুনয়নার সঙ্গে। সুনয়নার প্রেমে পড়ে সংগ্রাম; কিন্তু তার বাবার ভয়ে বলতে পারে না।
সুনয়নার বাবা অসুস্থ হয়। তাকে চিকিৎসা করাতে হরতালের মধ্যেও ছুটে যায় সংগ্রাম। বিরোধে জড়িয়ে পড়ে সন্ত্রাসী লালের সঙ্গে।

 

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘পরকাল’ ধারাবাহিকের দৃশ্য

পরকাল

রমজানের বিশেষ ধারাবাহিক নাটক পরকাল। চাঁদরাত পর্যন্ত বৈশাখী টেলিভিশনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ প্রমুখ।

 

দ্য বলকানস

বিবিসি নিউজে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে দ্য বলকানস। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার একটি দূরবর্তী অঞ্চলে পৌঁছেছে বিবিস টিম। যেটা প্রায় জনশূন্য হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণে এখানকার মানুষ ছুটছে ইউরোপের অন্যান্য দেশে।

ক্রোয়েশিয়ার এ জনশূন্য অঞ্চল নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ