ফাউল জামাই
এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘ফাউল জামাই’। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।
আফ্রিকা’স ঘোস্ট রিপোর্টারস
আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘আফ্রিকা’স ঘোস্ট রিপোর্টারস’। আফ্রিকার বেশ কিছু দেশে রাজনৈতিক প্রপাগাণ্ডা ছড়ানোর জন্য ভুয়া সাংবাদিকতা একটি হাতিয়ার হয়ে উঠেছে। এর রহস্য উদঘাটন করেছে আল জাজিরার অনুসন্ধানী টিম।