ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ওঁরা আসছেন আইসক্রিম নিয়ে

  • কাল মুক্তি পাবে রেদওয়ান রনির ‘আইসক্রিম’। ছবির প্রধান চরিত্রে আছেন নাজিফা তুষি, শরিফুল রাজ ও কুমার উদয়। তাঁদের নিয়ে লিখেছেন মীর রাকিব হাসান
notdefined
notdefined
শেয়ার
ওঁরা আসছেন আইসক্রিম নিয়ে

রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’ মুক্তি পায় ২০১২ সালে। সে বছর পাঁচটি শাখায় জাতীয় পুরস্কার জিতে নেয় ছবিটি। প্রায় চার বছর পর কাল মুক্তি পাবে তাঁর ‘আইসক্রিম’। এই সময়ের তরুণদের ভালোবাসার গল্প।

প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিন নবাগত—তুষি, রাজ ও উদয়। দুই বছর আগে লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন তুষি। রেদওয়ান রনির সঙ্গে পরিচয়টা তখনই। “প্রতিযোগিতার সেরা আটে আমি।
একটা নাট্যাংশে হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাসের চরিত্রে অভিনয় করেছিলাম। পরিচালক ছিলেন রনি ভাই। আমার অভিনয়ে মুগ্ধ হয়ে তখনই তাঁর চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। আমার বিশ্বাস হচ্ছিল না।
যাঁর প্রথম চলচ্চিত্রের নায়িকা জয়া আহসান, তিনি কিনা আমাকে নায়িকা বানাবেন! প্রতিযোগিতা শেষে তিনি যোগাযোগ করতে বললেন। ‘আইসক্রিম’-এর কাজ শুরু হলে আমাকে অডিশনে ডাকেন। তারপর তো এক বছরেরও বেশি সময় এই ইউনিটের সঙ্গেই আছি”—বললেন তুষি।

ত্রিভুজ প্রেমের এই গল্পে তুষির নায়ক দুজন—উদয় ও রাজ। দুজনই র‌্যাম্প মডেল।

উদয় মডেলিং করছেন সাত বছর ধরে। বাংলাদেশের নামি প্রায় সব ব্র্যান্ডের মডেল হয়েছেন। ক্যারিয়ার গড়তে একটা সময় দিল্লিতে যান। দেশে এসে জানতে পারেন, চলচ্চিত্রের জন্য নায়ক খুঁজছেন রনি। উদয়ের এক বন্ধু রনির সহকারী। তাঁর মাধ্যমেই অডিশন দিলেন। ‘আমার একটাই স্বপ্ন—বড় পর্দায় অভিনয়। রনি ভাই সেটা পূরণ করলেন। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তাঁর আস্থার প্রতিফলন ঘটাতে’—বললেন উদয়।

রাজও মডেলিংয়ে ছয় বছর ধরে। দেশের প্রথম সারির র‌্যাম্প মডেল। তবে অভিনয়ে একেবারেই নতুন। ‘মনে আছে, রনি ভাইয়ের নম্বর সংগ্রহ করেছিলাম ছয়-সাত বছর আগে। যখন শুনলাম তিনি নতুন চলচ্চিত্রের জন্য নায়ক খুঁজছেন, অডিশন দিয়ে দিলাম’—বললেন রাজ।

শুটিংয়ের আগে তিন মাস চলল গ্রুমিং, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সিনেমা ছাড়াও বিভিন্ন সিনেমার বিভিন্ন চরিত্র করে দেখাতে বলতেন রনি। কিভাবে আরো ভালো করা যায়, সেটা দেখিয়ে দিতেন অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। তুষি বলেন, ‘শুরুতে বিরক্ত লাগত। একটা সময় মনে হলো, এটা শুধু অভিনয় প্রশিক্ষণই নয়, এটা আমাদের ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোরও একটা কৌশল। তার ফলও পেয়েছি। শুটিংয়ে আমরা একটা পরিবারের মতো একসঙ্গে ছিলাম। তবে আমার দুই সহশিল্পী আমার পেছনে লেগে থাকতেন সারাক্ষণ।’

তুষির কথার প্রতিবাদ করলেন রাজ, ‘আমরা লেগে থাকি! উনি বুঝি কম? সাজতে ওনার দুই ঘণ্টা সময় লাগে। কোনো একটা অনুষ্ঠানে প্রমোশনের জন্য যাব, ওনার বাসায় গিয়ে বসে থাকি আমরা। আর উনি দুই ঘণ্টা পর সেজেগুজে তারপর বের হন। এ জন্যই তো ঝগড়াটা বেশি হয়।’

দুজনের ঝগড়া থামানোর উদ্যোগ নিলেন উদয়। দুজনকেই চুপ থাকার পরামর্শ দিয়ে বললেন, ‘এই এক বছরে আমাদের তিনজনের মধ্যে দারুণ একটা সম্পর্ক হয়েছে, এটা বলে বোঝানো যাবে না।’ ছবির প্রচারণায় তিনজনই হাজির হচ্ছেন রেডিও, টেলিভিশন, পত্রিকা অফিসে। যাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সবখানেই চলে তিনজনের এই খুনসুটি।

শুটিংয়ের একটা ঘটনা শোনালেন রাজ, ‘সাভারে গিয়েছিলাম শুটিং করতে। লোকেশনে গিয়ে দেখি সাতটা মৌচাক। এর একটাও যদি ভেঙে যায় বা কেউ ঢিল ছোড়ে, কী যে অবস্থা হবে! শুটিং করার সাহস হয়নি কারো। পরে লোক ডেকে চাকগুলো ভাঙা হলো। এ জন্য দুই দিন শুটিং বন্ধ ছিল।’

আরেকটি দুর্ঘটনার গল্প শোনালেন উদয়, ‘সূর্যাস্তের দৃশ্য ক্যামেরায় ধারণ করা হবে। দুপুর থেকে ক্যামেরা সাজিয়ে বসে আছেন পরিচালক। সূর্যাস্তের ঠিক আগে আগে লোকেশনের পাশের বাড়িতে আগুন ধরে গেল! সেই বাড়ির লোকজন আবার আমাদের শুটিংয়ে সহযোগিতা করছিল। এ সময় সূর্যাস্তের দৃশ্য ধারণ করব, নাকি আগুন নেভাতে যাব! আগুনে অনেক ক্ষতি হয়েছিল বাড়ির মালিকের।’

তুষি শোনালেন তাঁর অভিজ্ঞতার কথা, ‘প্রথম শুটিংয়ের আগের দিন স্থানীয় একটা পার্লারে সেজেছিলাম। শুটিংয়ের দিন সকালে উঠে দেখি, সারা মুখ ব্রনে ভরে গেছে। একটু পর শুটিং, অথচ আমার এই অবস্থা! আর ছবির শেষ শুটিংয়ের দিনে খুব মনখারাপ হয়েছিল। সেদিন অভিনয়ও করেছি ইমোশনাল দৃশ্যে। এত দিনের একটা জার্নি শেষ হতে যাচ্ছে, মনখারাপ তো হবেই।’

‘আইসক্রিম’ নিয়ে কতটা আশাবাদী? তিনজনের কণ্ঠে প্রায় একই কথা, ‘একটা সময় খুব উত্তেজিত ছিলাম। কিন্তু যত দিন যাচ্ছে, ভয় হচ্ছে। পরক্ষণেই মনে হয়, ভয়ের কিছু নেই। পরিচালক, গল্প, নির্মাণশৈলী— সবই ভালো; শুধু শুধু ভয় পাব কেন?’

মন্তব্য

সম্পর্কিত খবর

স্টার অব দ্য উইক : জিয়াউল ফারুক অপূর্ব

শেয়ার
স্টার অব দ্য উইক : জিয়াউল ফারুক অপূর্ব

তুমুল জনপ্রিয় এক চলচ্চিত্র তারকার হত্যাকাণ্ড নিয়ে ওয়েব সিরিজ। ভক্ত অপূর্ব নামছেন হত্যা রহস্য উদঘাটনে। সেই তারকা যে প্রয়াত সালমান শাহ, সেটা অবশ্য কোথাও উল্লেখ নেই। তবু ভক্তরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন।

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে অপূর্বর লুক নিয়ে প্রশংসা ঝরেছে সর্বমহলে। এ সিরিজ দিয়েই হইচইয়ের শিল্পী তালিকায় ঢুকল এই অভিনেতার নাম। 

মন্তব্য

শুভ জন্মদিন

শেয়ার
শুভ জন্মদিন
সোমনুর মনির কোনাল

এ সপ্তাহে যাঁদের জন্মদিন

(২৬ জানুয়ারি—১ ফেব্রুয়ারি)

সারিকা সাবরিন, দেবাশীষ বিশ্বাস, সাবিনা বারী লাকী (২৭ জানুয়ারি) 

 কোনাল, কল্যাণ কোরাইয়া, নিঝুম রুবিনা, শাওন জামান (২৮ জানুয়ারি) 

খন্দকার বাপ্পী (৩০ জানুয়ারি)

 কৃষ্ণকলি ইসলাম, কামরুজ্জামান কামু

(৩১ জানুয়ারি)

অনন্ত হীরা, সায়রা রেজা (১ ফেব্রুয়ারি)

মন্তব্য

ভারত ভুগছে ‘পাঠান’ জ্বরে

    শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেয়েছে গতকাল। ছবিটি ঘিরে ভারতজুড়ে চলছে উত্তেজনা। সেই উত্তেজনার কিছুটা জানাচ্ছেন শারমিন নুশি
শেয়ার
ভারত ভুগছে ‘পাঠান’ জ্বরে
‘পাঠান’-এ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

৯ হাজার পর্দায় ‘পাঠান’

সারা দুনিয়ার ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এর মধ্যে ভারতে চলছে সাড়ে পাঁচ হাজার হলে। হিন্দি ভাষায় পাঁচ হাজার এবং তামিল ও তেলুগুতে চলছে ৪৫০ প্রেক্ষাগৃহে।

 

প্রথম সপ্তাহেই ৩০০ কোটি?

আজ ভারতের প্রজাতন্ত্র দিবস।

আগের দিন কর্মব্যস্ত দিনে মুক্তি পেয়েছে ছবিটি। তাতেও বিপুল সাড়া অনুরাগীদের মধ্যে। গতকাল বিকেল পর্যন্ত বক্স অফিসের তথ্য পর্যালোচনা করে বলিউড বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম দিনেই ৫৬ কোটি রুপির ব্যবসা করে ফেলতে পারে এই ছবি। এমনকি প্রথম সপ্তাহেই আয় করে নেবে ৩০০ কোটির মাইলফলক! অগ্রিম টিকিট বিক্রিতে ‘পাঠান’ পেছনে ফেলেছে ‘কেজিএফ ২’কে।
সামনে আরো অনেক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ছবিটি।

 

প্রতিক্রিয়া ও ফাঁস

ভারতের বিভিন্ন শহরে শাহরুখ ভক্তরা মিছিল নিয়ে রীতিমতো ভিড় করেছে প্রেক্ষাগৃহে। বাংলাদেশ থেকেও কয়েকজন ভক্ত কলকাতায় গিয়ে প্রথম দিনের প্রথম শো দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খবর ও ছবি শেয়ার করেছেন তাঁরা।

সমালোচকরাও ছবিটিকে প্রশংসায় ভাসিয়েছেন। শাহরুখ খান তো ভালো করেছেনই, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনের প্রশংসাও ঝরেছে তাঁদের কণ্ঠে। বলিউড হাঙ্গামার তরণ আদর্শ ছবিটি সম্পর্কে বলেছেন, ‘অ্যাকশন, আবেগ, দেশপ্রেম, হাস্যরস, উত্তেজনা মিলিয়ে পরিপূর্ণ বিনোদন।’ রেটিং দিয়েছেন ৫-এ ৪.৫। ফিল্মফেয়ার ও রেডিফ ৫-এ দিয়েছে ৪।
এ ছাড়া টাইমস অব ইন্ডিয়া, পিঙ্কভিলা, ডিএনএ, ইন্ডিয়া টুডে দিয়েছে ৫-এ ৩.৫। তবে ছবি মুক্তির ৪ ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে পড়েছে ‘পাঠান’-এর হল প্রিন্ট। তাতেও ভয়ের কিছু দেখছেন না সমালোচকরা।

 

‘বয়কট’ তুলে নিল বিশ্ব হিন্দু পরিষদ

‘আমাদের আপত্তিতে সিনেমাটিতে যে যে পরিবর্তন করা হয়েছে, তা একদম সঠিক। যদি আবার কিছু সমস্যা পাই, তাহলে আপত্তি করব।’ এই মন্তব্য করে বিশ্ব হিন্দু পরিষদের তরফে তুলে নেওয়া হলো ‘বয়কট’।

 

আলিয়ার শুভেচ্ছা

কোনো ছবি নিয়ে নাকি এর আগে এত উত্তেজিত হননি আলিয়া ভাট, দাবি করেছেন খোদ ‘হাইওয়ে’ অভিনেত্রী। ‘পাঠান’-এর জন্য শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন অভিনেত্রী।

মন্তব্য

সাবরিনা এখন জাহান

    গত বছর হইচইতে হয়েছিলেন ‘সাবরিনা’, আজ চরকিতে মুক্তি পাবে আতিক জামানের ওয়েব ছবি ‘জাহান’। এই ছবির নাম ভূমিকায়ও আছেন নাজিয়া হক অর্ষা। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান
শেয়ার
সাবরিনা এখন জাহান

জাহান শান্ত স্বভাবের মেয়ে। স্বামী শিহাবকে নিয়ে তার সংসার। পোস্ট ট্রমাটিক ডিস-অর্ডারের কারণে প্রায়ই কল্পনা আর বাস্তব গুলিয়ে ফেলে। একদিন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে জাহান।

সেটার সুরাহা কিভাবে হয়, তা নিয়েই ওয়েব ছবি ‘জাহান’।

গত বছর মার্চে আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’র নাম ভূমিকায় মেহজাবীন ও অর্ষা বেশ আলোচিত হয়েছিলেন। মুক্তির পর হঠাৎ ডুব দিয়েছিলেন অর্ষা। ডুবেছিলেন আতিক জামানের ‘জাহান’-এ।

এই ছবির শুটিংয়ের আগে প্রায় ছয় মাসের প্রস্তুতি নিয়েছিলেন অভিনেত্রী।

অর্ষা বলেন, ‘চরিত্রটার জন্য ওজন বাড়িয়েছি। যতগুলো সাইকোলজিক্যাল ডিস-অর্ডার আছে, এগুলোর অসুস্থতায় বিভিন্ন ধরনের লেয়ার থাকে। জাহান আসলে কোন জনরার পেশেন্ট।

এর কাছাকাছি যত সিনেমা বা টেক্সট আছে সেগুলো স্টাডি করার চেষ্টা করেছি। স্ক্রিপ্টের অনেক ড্রাফট হয়েছে। ফাইনালি আমরা সবাই মিলে একটা স্ক্রিপ্ট পছন্দ করেছি। মোটা দাগে যেন মনে না হয় জাহান রোগী। খুবই কন্ট্রোলড ওয়েতে চরিত্রটি করার চেষ্টা করেছি।
একজন সাইকোলজিক্যাল ডিস-অর্ডার ব্যক্তি পাগলামি করবে, উল্টাপাল্টা কথা বলবে—এটা চাইনি। তার যে অস্বাভাবিকতা, সেটা কী। সেটা জানতে হলে ছবিটা দেখতেই হবে।’

 

তবে এই ‘চ্যালেঞ্জিং’ ছবিটি ঘিরে অর্ষার কোনো প্রত্যাশা নেই, আছে শুধু আবদার। অর্ষা যা বললেন, ‘কাজটি করতে আমার বেশ কষ্ট হয়েছে। জাহান চরিত্রটির ইনার সাইট ডার্ক, আবার কিছুটা ইনোসেন্ট। জাহান অনেক কিছু ইনোসেন্সের জায়গা থেকে করে বসে, তবে সচেতন অবস্থায় তা ব্যালান্স করতে পারে না। ছবিটি নিয়ে দর্শকের কাছে তেমন প্রত্যাশা নেই আমার, গল্প সহজে সবাই বুঝবে কি না সেটাও একটা ব্যাপার। যে ওয়েতে গল্পটা উপস্থাপন করা হয়েছে সেটা ডিফারেন্ট। আমি চাই সবাই যেন কনটেন্টটা দেখে তারপর প্রতিক্রিয়া জানায়।’

‘জাহান’-এ অর্ষার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এর আগে ‘সাহস’ ছবিতেও স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দুজন। এবার কাজ করে কেমন লাগল?

অর্ষা বলেন, ‘পেশাদারির জায়গায় সহকর্মীদের আমরা সব সময় কমফোর্ট জোনে রাখার চেষ্টা করি। চ্যালেঞ্জিং ক্যারেক্টার এলে সেটাকে কিভাবে পোট্রে করব সেটা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে হয়। উনি সেই সময়টা দেওয়ার চেষ্টা করেন। উনি তো মেথড অ্যাক্টিংয়ের প্র্যাকটিস করেন। সব সময় চরিত্রের মধ্যে থাকার চেষ্টা করেন। আমিও চেষ্টা করি শুটিংয়ের সময় চরিত্রের মধ্যে থাকতে। এমন ভালো বন্ডিং আছে বলেই আমরা উত্তর মেরু, দক্ষিণ মেরু দুই ধরনের দুই কাজ করতে পারলাম।’

জাহান-এর শুটিংয়ের পর অভিনয় থেকে কিছুটা ‘বিরতি’ নিয়েছিলেন অর্ষা। কারণ বললেন, ‘আমার বিশ্রাম নিতে হয়েছে। শুটিং করার পর ভয়ংকর মানসিক প্রেসার তৈরি হয়েছিল। এত ডার্ক শেড চরিত্রটাতে, সেটার সঙ্গে আমার ব্যক্তিগত অবস্থাও কখনো ম্যাচ হয়, কখনো হয় না। বিরতি নিয়ে চরিত্রটা থেকে বের হতে হয়েছে আমাকে।’

‘জাহান’-এর পর করেছেন দুটি কাজ। একটি পঙ্কজ চৌধুরীর ‘বনফুল’। আগামীকাল মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। এখন অর্ষা ব্যস্ত রয়েছেন আবু হায়াত মাহমুদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লের সিরিজ ‘হৃদমাঝারে’ নিয়ে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ