২০১৯ সালের ছবির খরা এবার ভালোমতোই কাটবে মনে হচ্ছে। এ বছর মুক্তির অপেক্ষায় থাকা ছবির সংখ্যা একটু বেশিই। বেশ কয়েকটি আলোচিত নানা কারণে। কুড়িটি নিয়ে লিখেছেন মীর রাকিব হাসান
গত বছর হইচইতে হয়েছিলেন ‘সাবরিনা’, আজ চরকিতে মুক্তি পাবে আতিক জামানের ওয়েব ছবি ‘জাহান’। এই ছবির নাম ভূমিকায়ও আছেন নাজিয়া হক অর্ষা। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান