বসুন্ধরা গ্রুপের সহায়তায় পড়ছেন অদম্য মেধাবীরা

শত বাধা পেরিয়ে সফল তাঁরা

দরিদ্র পরিবারে জন্ম হলেও পড়ালেখায় শতভাগ সফল হয়েছেন অনেক শিক্ষার্থী। নানাজনের সহযোগিতা নিয়ে ২০২২ সালে সফলতার সঙ্গে এসএসসি পাস করা শতাধিক শিক্ষার্থীর পরবর্তী পড়ালেখা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিভিন্ন সাংবাদমাধ্যমে এই খবরগুলো দেখে তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় দেশের বৃহত্তম শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভসংঘের প্রধান ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের তত্ত্বাবধানে সারা দেশ থেকে শত বাধা পেরিয়ে এসএসসিতে ভালো ফল করা ১০২ জন শিক্ষার্থীকে খুঁজে বের করে বসুন্ধরা শুভসংঘ। ২০২৩ সালের ৩১ জানুয়ারি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রত্যেক শিক্ষার্থীর হাতে ভর্তি ও অন্যান্য খরচ বাবদ ২৫ হাজার করে টাকা তুলে দেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত তাঁদের পাশে থাকার ঘোষণা দেন। সেই থেকে এখন পর্যন্ত প্রতি মাসেই বসুন্ধরা শুভসংঘের তত্ত্বাবধানে তাঁদের বৃত্তির টাকা দেওয়া হচ্ছে। এবারের এইচএসসিতে এই শিক্ষার্থীদের প্রত্যেকেই ভালো ফল অর্জন করেছেন। এখন উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে বৃত্তি পেয়ে নির্বিঘ্নে পড়ালেখা করার অনুভূতি জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাঁদের সেই অনুভূতিগুলো তুলে ধরে এবারের আয়োজনটি সম্পাদনা করেছেন জাকারিয়া জামান

সম্পর্কিত খবর

মেশিনের পেডালে ঘুরে দাঁড়াবে জায়েদার সংসার

বসুন্ধরা গ্রুপ যে কাজ করছে তা সদকায়ে জারিয়া

মো. হুমায়ুন কবির, উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাদারীপুর সদর

অসহায়দের পাশে বসুন্ধরা গ্রুপ

জাহান্দার আলী জাহান, সদস্যসচিব, মাদারীপুর জেলা বিএনপি

মানবতার কাজ করছে বসুন্ধরা শুভসংঘ

ডা. মোহাম্মদ সোহেল-উজ্জামান, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

সর্বশেষ সংবাদ