দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে বসুন্ধরা শুভসংঘ। দারিদ্র্য যখন কোনো শিক্ষার্থীর চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, তখনই সেই বাধা দূর করতে এগিয়ে যায় বসুন্ধরা শুভসংঘ। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় তাঁদের পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পড়া দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রতি মাসে বৃত্তি দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ২১ জন মেডিক্যাল শিক্ষার্থী। বসুন্ধরা গ্রুপ থেকে বৃত্তি পাওয়া সেই ২১ জন মেডিক্যাল শিক্ষার্থীর মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে তাঁদের অনুভূতি তুলে ধরেছেন জাকারিয়া জামান