<p>রাতের লোকাল ট্রেনে পাখিপতনের স্বর</p> <p>তামাগন্ধ চাঁদ, ঘেয়ো কুকুরের কাতরানি</p> <p> </p> <p>দু-হাত আকাশে ছুড়ে ডাক দ্যায় গাছ</p> <p> </p> <p>বৃষ্টির পরেই দ্যাখো কেমন বাড়িয়ে দ্যায় জিভ</p> <p>উপোসি নেকড়ে যেন ওত পেতে বসে আছে ঝোপের আড়ালে</p> <p> </p> <p>রাত ডাকে চৈ-চৈ, ঘুম ডাকে চৈ-চৈ</p> <p> </p> <p>তবে কি ঘরের পথে চলে যাবে চাঁদ</p> <p>তামাগন্ধ; ভুড়ুক ভুড়ুক টান দেবে</p> <p> </p> <p>সে-ও তো হুক্কা এক, আলবোলা</p> <p>হাতের তালুর থেকে খুলছে অথই</p> <p> </p> <p>সিটে এসে বসে দেখি কেউ যেন</p> <p>আমার আগেই এসে বসেছে সেখানে</p> <p>হয়তো আমার কোনো ফেলে আসা জামা, খুলে রাখা হাড়</p> <p> </p> <p>রাতের লোকাল ট্রেনে ছড়ানো ছিটানো আছে</p> <p>প্রেম ও বমির গল্প, ছেঁড়া তার একটি গিটার</p> <p> </p> <p>তামার পাত্রের গায়ে যেটুকু গরল সেটুকুই চাঁদ</p>