<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দুই বছর ধরে শিক্ষা খাতে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল নতুন শিক্ষাক্রম (কারিকুলাম)। ছিল না তেমন পড়ালেখা। পরীক্ষা ব্যবস্থাও তুলে দেওয়া হয়েছিল। এতে শিক্ষার্থীরা বাসায় পড়ালেখা বাদ দিয়েছিল। এমনকি কোনো ব্যাকরণ ও গ্রামার বইও রাখা হয়নি। ফলে তাদের শিক্ষাজীবন নিয়েই শঙ্কার সৃষ্টি হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছেন, তাঁরা নতুন কারিকুলামে থাকছেন না। অন্যদিকে আগামী বছর থেকে আগের কারিকুলামে ফিরে যাওয়ার ঘোষণায় স্বস্তিবোধ করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।  </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, কারিকুলাম পরিমার্জনে দীর্ঘ সময়ের প্রয়োজন। এ বছর হাতে প্রয়োজনীয় সময় নেই। দ্রুত বই ছাপার কাজ শুরু করতে না পারলে জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে না। তাই আগামী বছর ২০১২ সালের কারিকুলাম সামান্য সংশোধন করে শিক্ষার্থীদের পড়ানো হবে। আর ২০১২ ও ২০২৩ সালের কারিকুলামের সমন্বয়ে ২০২৬ সালে শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত কারিকুলাম তুলে দেওয়া হবে। এ ছাড়া আগামী বছর আগের মতো নবম শ্রেণি থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ বেছে নিতে হবে। শিক্ষার্থীদের প্রত্যেক বছর অংশ নিতে হবে ষান্মাষিক ও বার্ষিক পরীক্ষায়।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শুধু আগামী বছরের জন্য আমরা ২০১২ সালের কারিকুলামে ফিরে যাচ্ছি। কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। ওই কারিকুলামে যেসব ভুলভ্রান্তি আছে তা সংশোধন ও যতটুকু পরিমার্জন করা যায়, তা আমরা করব। তবে ২০২৬ শিক্ষাবর্ষের আগে আমাদের অনেক সময় আছে। তখন ২০১২ সালের কারিকুলামের সঙ্গে ২০২৩ সালের নতুন কারিকুলাম মিলিয়ে একটা পরিমার্জিত কারিকুলাম ২০২৬ সালে শিক্ষার্থীদের দেওয়া হবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p style="text-align:center"> </p>