খেলা দেখুন টি-স্পোর্টসে

notdefined
notdefined
শেয়ার
খেলা দেখুন টি-স্পোর্টসে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে শুরু থেকেই জড়িয়ে শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। পেশাদার ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করেছে বসুন্ধরা কিংস। শেখ রাসেল ক্রীড়াচক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, বিপিএলের দল রংপুর রাইডার্স পরিচালিত হয় বসুন্ধরার অর্থায়নে। তবে ক্রীড়াঙ্গনের প্রকৃত উন্নয়নে বড় অবদান ‘স্পোর্টস মার্কেটিং’-এর, যার বড় অনুষঙ্গ খেলাধুলার সরাসরি সম্প্রচার।

বাংলাদেশে অনেক টিভি চ্যানেল থাকলেও বিশেষায়িত কোনো স্পোর্টস চ্যানেল ছিল না। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে অবশেষে। বাংলাদেশ-নেপালের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচার করে আবির্ভাব ঘটল দেশের প্রথম খেলার চ্যানেল ‘টি-স্পোর্টস’-এর। বিশেষায়িত এই স্পোর্টস চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগ বসুন্ধরা গ্রুপেরই।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ‘টি-স্পোর্টস’ চ্যানেলের আসল লক্ষ্যই হচ্ছে দেশের খেলাধুলার উন্নয়ন ও পুনর্জাগরণ। দেশ-বিদেশের খেলা সরাসরি দেখানোর পাশাপাশি খেলা নিয়ে রিয়ালিটি শোসহ নানা স্বাদের অনুষ্ঠান আর খেলার খবর নিয়ে কাজ করবে দেশের প্রথম এই স্পোর্টস চ্যানেল। খেলার প্রতি পরম ভালোবাসা থেকে বসুন্ধরা গ্রুপ এই অঙ্গনে কাজ করে চলেছে অনেক দিন ধরে। তারই আরেক বহিঃপ্রকাশ নতুন এই টোয়েন্টিফোর সেভেন টিভি চ্যানেল।

টি-স্পোর্টসের কর্ণধার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান, অপারেশন হেড তানভির খান। চিফ এডিটরের দায়িত্বে প্রথিতযশা সাংবাদিক পার্থ তানভির নভেদ। চ্যানেলটি নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, ‘খেলাধুলার পুনর্জাগরণই উদ্দেশ্য আমাদের। বাংলাদেশের মানুষ ক্রীড়াপ্রেমী।

কাবাডি, নৌকাবাইচ, জব্বরের বলিখেলার মতো ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে আমাদের। টি-স্পোর্টসে সরাসরি এই খেলাগুলোর সম্প্রচার হলে আবারও জেগে উঠবে ক্রীড়াঙ্গন। তা ছাড়া বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্স আছে। নতুন নতুন ইভেন্ট তৈরি করে আমরা পৌঁছাতে চাই স্বপ্নের ঠিকানায়।’

মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি সিরিজে বাংলাদেশ-নেপালের গ্যালারিভরা ম্যাচটি সরাসরি সম্প্রচার করে ইতিহাসের অংশ হয়ে গেছে টি-স্পোর্টস। কারণ করোনার এই মহামারিতে পুরো দক্ষিণ এশিয়াতেই দর্শকের উপস্থিতিতে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এই সিরিজ শেষে পাঁচ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আর লঙ্কান প্রিমিয়ার লিগ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। সম্প্রচার স্বত্ব কেনার পাশাপাশি আন্তর্জাতিক মানের স্পোর্টস ইভেন্টের প্রডাকশনের জন্যও প্রস্তুত এই চ্যানেলটি।

দেশ-বিদেশে ঘটে যাওয়া খেলাধুলার সব ইভেন্টের প্রতিদিনের হালনাগাদ নিয়ে থাকবে দুটি ‘স্পোর্টস আপডেট’। থাকবে খেলা নিয়ে বেশ কিছু নিজস্ব অনুষ্ঠান ও রিয়ালিটি শো। ক্রিকেট, ফুটবলের মতো জনপ্রিয় খেলার পাশাপাশি কার রেসিং, এক্সট্রিম স্পোর্টসের আন্তর্জাতিক সব ইভেন্টও থাকবে টি-স্পোর্টসের পর্দায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইপিএল, আর্সেনাল-চেলসি

পুনঃপ্রচার, সকাল ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

লিস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড

পুনঃপ্রচার, সকাল ১১টা, সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি-ব্রাইটন

হাইলাইটস, রাত ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

আই লিগ, নমধারি-গোকুলাম কেরালা

সরাসরি, দুপুর ২-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

এশিয়ান লিজেন্ড লিগ, কোয়ালিফায়ার ২

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

প্রাসঙ্গিক
মন্তব্য

জয়ের ধারায় এলিট আরামবাগ

শেয়ার
জয়ের ধারায় এলিট আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাফুফে এলিট একাডেমি ও আরামবাগ। গতকাল বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে এলিট একাডেমি ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে একই ব্যবধানে জিতেছে আরামবাগ।

ফর্টিস মাঠে দিনের অন্য ম্যাচে ওয়ারীর বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে পিডব্লিউডি।

সাব্বির আহমেদের গোলে ওয়ারী প্রথম এগিয়ে গেলেও মিনহাজুল করিম ও রুমন হোসেনের দুই গোল জিতিয়েছে পিডব্লিউডিকে। ফরাশগঞ্জের বিপক্ষে এলিটের হয়ে গোল করেছেন জয় আহমেদ ও মাহফুজ ইসলাম। ফরাশগঞ্জের গোলটি করেছেন তরিকুল।

মন্তব্য

আলকারাজের হার

শেয়ার
আলকারাজের হার

ইন্ডিয়ান ওয়েলসে হ্যাটট্রিক হলো না কার্লোস আলকারাজের। ব্রিটেনের জ্যাক ড্র্যাপারের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড। ১-৬ গেমে হেরে শুরুটা করেছিলেন বাজেভাবে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরেরটি জিতে নেন ৬-০ গেমে।

কিন্তু শেষরক্ষা হয়নি। তৃতীয় সেটে জিতে প্রথমবার ফাইনালে ড্র্যাপার। এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ