<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : রাসেল ডমিঙ্গোর পদত্যাগের আগে স্টিভ রোডসকে চাকরিচ্যুত করার সময়ও চন্দিকা হাতুরাসিংহেকে ফেরাতে মরিয়া চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সেই চেষ্টা সফল হয়েছে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন, দুই বছরের মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ পদে নিযুক্ত হয়েছেন এই শ্রীলঙ্কান। সেটাও সব ফরম্যাটে। নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে গর্ববোধ করছেন চন্দিকা হাতুরাসিংহে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিজ্ঞতা ও বাংলাদেশ দল সম্পর্কে পূর্বধারণা চন্দিকার নিজের এবং বাংলাদেশ দলের জন্য কাজে দেবে। তিনি একজন পরীক্ষিত কুশলী এবং তাঁর প্রভাব আমরা প্রথম মেয়াদে দেখেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ফেব্রুয়ারি ২৩ থেকে দুই বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ পদে নিযুক্ত হয়ে হাতুরাসিংহে নিজেও আপ্লুত, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হতে পেরে সম্মানিত বোধ করছি। প্রথম মেয়াদে দেশটির মানুষের উষ্ণ ভালোবাসা ও সংস্কৃতি উপভোগ করেছি। অপেক্ষায় আছি আরেকবার ছেলেদের সঙ্গে কাজ করা এবং তাদের সাফল্য উপভোগ করার জন্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই প্রেস বিজ্ঞপ্তির কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমের সামনে পুরনো কোচকে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এই খবরের বিশেষত্ব একটাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেস্ট এবং ওয়ানডে নয়, তিন ফরম্যাটেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হাতুরাসিংহে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানদের দায়িত্বে থাকা শ্রীধরন শ্রীরামের তাই বাংলাদেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। বোর্ড আগ্রহী কিন্তু অন্য ভূমিকায় এবং রিপোর্টিং বস হাতুরাসিংহে। এই প্রস্তাবে শ্রীরামের সম্মতি পাওয়ার আশা বিসিবি কর্মকর্তারাও করছেন বলে মনে হয় না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চন্দিকা হাতুরাসিংহের ফেরার খবরে গতকাল শুধু আনুষ্ঠানিকতার সিলমোহরই পড়েছে। তাঁকে ফিরিয়ে আনার জন্য তো সেই কবে থেকে মরিয়া বিসিবি। ২০১৪ সালে নিযুক্ত এই শ্রীলঙ্কান নিজে থেকেই চাকরি ছেড়ে দেন ২০১৭ সালে। সে সময় লোভনীয় বেতনে তিনি চাকরি পেয়েছিলেন নিজ দেশ শ্রীলঙ্কায়। যাওয়ার আগে একটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মডেল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তৈরি করে গেছেন হাতুরাসিংহে। প্রথমটি, তারকা ক্রিকেটারদের তারকাবাজিতে যেন ড্রেসিংরুম </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝলসে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> না যায়। দ্বিতীয়ত, যেকোনো মূল্যে মাঠ থেকে জয় তুলে আনার মানসিকতা তিনি ছড়িয়ে দিয়েছিলেন ড্রেসিংরুমে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাফল্য তো স্টিভ রোডস এবং রাসেল ডমিঙ্গোর জমানাতেও এসেছে। তবু চাকরিচ্যুত করা হয় রোডসকে। স্বেচ্ছায় পদত্যাগ না করলে পদচ্যুত হতে হতো ডমিঙ্গোকেও। কোচ হিসেবেও এঁদের কোনো দুর্নাম শোনা যায়নি। তবু তাঁদের বিদায় নিতে হয়েছে মূলত ভিন্ন একটি কারণে। সেটি অবশ্য বহুলচর্চিত, রোডস কিংবা ডমিঙ্গো কড়া হেডমাস্টার নন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিন্তু আধুনিক কোচিং মডেলে অভ্যস্ত ভিনদেশিরা পেশাদারিতে বিশ্বাসী। আন্তর্জাতিক দলের ড্রেসিংরুমে ঢোকার আগেই পেশাদারিতে সবার হাতেখড়ি হয়ে যাওয়ার কথা। দলীয় খেলায় অবদান রাখার প্রাণপণ চেষ্টার আলো জ্বালাবেন কোচ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মান্ধাতার আমলের এমন চিন্তার চর্চা বিশ্বের আর কোথাও হয় না। তবে বাংলাদেশের ড্রেসিংরুমে সাকিব কিংবা তামিম ইকবালদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিয়ন্ত্রণে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাখতে কঠোর একজন কোচ দরকার বলে বিশ্বাস করে বিসিবি। আর এই মডেল বিশ্বে এখন একজনই আছেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চন্দিকা হাতুরাসিংহে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তো, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ঢাকা আসার কথা হাতুরাসিংহের। এই খবরের প্রতিক্রিয়ায় সাকিব বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নো কমেন্টস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। দুটো মাত্র শব্দ কিন্তু তাৎপর্য অনেক!</span></span></span></span></p>