<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : ফেডারেশন কাপে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল শেখ জামালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সাদা-কালোরা। তাতে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত হয়েছে তাদের। দিনের আরেক ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ফলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে পরের রাউন্ডে তারা। শেষ আটে জায়গা করে নিয়েছে শেখ জামালও। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দুটি দলের একটি হয়ে নক আউটে জায়গা করে নিয়েছে ধানমণ্ডির ক্লাবটি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জে একাধিক পরিবর্তন নিয়ে শুরু করা মোহামেডানের আক্রমণে ছিল না ধার। ঢিমে তালে চলা ম্যাচে হঠাৎ করেই প্রাণ ফিরে আসে মোহামেডানের আরিফ হোসেনের দৃষ্টিনন্দন গোলে। ২৮তম মিনিটে রাশেদুল আলম গায়ের সঙ্গে সেঁটে থাকা অবস্থায় বল নিয়ে প্রায় বাঁ দিকের বাইলাইনের কাছে চলে যান আরিফ। কোনাকুনি থেকে দারুণ শটে গোলরক্ষক রাসেল মাহমুদকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৩৫তম মিনিটে ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করে শেখ জামাল। প্রতি-আক্রমণে গিয়ে সোলাইমান সিল্লাহর নিখুঁত ডিফেন্সচেরা পাস বক্সের ভেতর ফাঁকায় থাকা সোহানুর রহমান গোলরক্ষকের গায়ে মারেন। অবশ্য আক্রমণে চাপ ধরে রেখে প্রথমার্ধেই সমতায় ফেরে শেখ জামাল। ৪৪তম মিনিটে বক্সের বাইরে থেকে স্টুয়ার্ট কর্নেলিয়াসের বুলেট গতির শট জাল খুঁজে নেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বিতীয়ার্ধে শেখ জামালের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সাদা-কালোরা। ৭১তম মিনিটে বুদ্ধিদীপ্ত গোলটি করেন আশরাফুল হক আসিফ। বল ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রাসেল। ক্লিয়ারও করেছিলেন, কিন্তু তাঁর নেওয়া শটে বল চলে যায় আসিফের পায়ে। প্রায় ৩০ গজ দূর থেকে মাপা শটে জাল খুঁজে নেন তিনি। তবে পাঁচ মিনিট বাদে আবারও সমতায় ফেরে শেখ জামাল। বক্সের বাইরে থেকে সোলাইমান সিল্লাহর নিচু করে নেওয়া শট গোলরক্ষক সুজনকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।</span></span></span></span></p>