<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেজাজই হারিয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোলের পর দুই কানের দুই দিকে হাত দিয়ে করেছিলেন বিশেষ উদযাপন। ডাচ কোচ ফন হালের দিকে এগিয়ে গিয়েও বলেছিলেন কিছু একটা। আর ম্যাচসেরা হওয়ার পর সাক্ষাৎকার দেওয়ার সময় নেদারল্যান্ডসের উইঘর্স্টকে বলেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে তাকিয়ে কী দেখছ নির্বোধ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বকাপের প্রায় দেড় মাস পর রেডিও উরবানা প্লেই-কে দেওয়া প্রথম সাক্ষাৎকারে সেই আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেন মেসি, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যা করেছিলাম সেটা ঠিক করিনি। খেলায় প্রচুর উন্মাদনা থাকে। গোটা ম্যাচে ১৫টি কার্ড দেখানো হয়েছে। এমনিতেই রেফারি ও প্রতিপক্ষের ওপর রেগে ছিলাম। তাই সে সময় ওদের ফুটবলারকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে আমার সংযত থাকা উচিত ছিল। চাই না, কারো কাছে আমার এই রূপটা প্রকাশ পাক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বকাপ ট্রফিতে আবেগী চুমু দেওয়া নিয়ে জানালেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেখলাম ওটা বেদির ওপর বসানো। মনে হচ্ছিল ট্রফিটা বলছে, এই তো আমি, আলিঙ্গন করো। আর আমি চুমু দিতে গেলাম।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ৩৫ বছর বয়সে শিরোপা জয় নিয়ে তাঁর উচ্ছ্বাস, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মনে হয় ২০১৪ বিশ্বকাপের আগে বলেছিলাম যে, জানি ঈশ্বর আমাকে একটা বিশ্বকাপ উপহার দেবেন। এরপর ব্রাজিলে খুব কাছে গিয়েও হতাশ হয়েছি। তখন মনে হয়েছিল, ঈশ্বর হয়তো আমার জন্য এটা জমিয়ে রেখেছেন। ম্যারাডোনার হাত থেকে ট্রফিটা পেলে খুশি হতাম। তবে ম্যারাডোনা ছাড়াও ওপর থেকে যাঁরা আমাদের ভালোবাসে, তাঁদের ভালোবাসার শক্তি ছিল বলেই এটা সম্ভব হয়েছে। সেই দিনের পর থেকে আমার জন্য সব কিছু বদলে গেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্রান্সের বিপক্ষে ফাইনালে শুরুতে দুই গোলে এগিয়ে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে হারার শঙ্কা জেগেছিল আর্জেন্টিনার। রুদ্ধশ্বাস ফাইনালটা শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে ৩৬ বছরের আক্ষেপ মেটায় আর্জেন্টিনা। সেই ম্যাচটার আর রিপ্লে দেখেননি মেসি, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেই ৯০ মিনিটের খেলা (রিপ্লে) আর দেখিনি। তবে হাইলাইটস দেখেছি। আমার সমালোচনায় পরিবারের লোকেরা কষ্ট পেয়েছে তবে ওরা সেটা বুঝতে দেয়নি। ফাইনালের আগে খুব ভালো ঘুম হয়েছে। এরপর বিশ্বকাপ জয়টা ছিল চক্রপূরণের মতো। কোপা জিতলাম, বিশ্বকাপ জিতলাম। কাজ শেষ। আর কিছু জেতার নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মার্কা</span></span></span></span></p>