ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

জয়ে মৌসুম শেষ করল শেখ রাসেল

শেয়ার
জয়ে মৌসুম শেষ করল শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক : জয়ের স্বস্তি সঙ্গী করে এবারের মৌসুম শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল লিগের শেষ ম্যাচে অবনমন নিশ্চিত হওয়া মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়েছে ৩-২ ব্যবধানে। তাতে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে লিগ শেষ করেছে জুলফিকার মাহমুদের দল। এ ছাড়া স্বাধীনতা কাপে রানার্স আপ এবং ফেডারেশন কাপে সেমিফাইনালে খেলেছে ক্লাবটি।

কিংস অ্যারেনায় গতকালের ম্যাচে মুক্তিযোদ্ধার কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ে শেখ রাসেল। যদিও ম্যাচের ১০ মিনিট পার না হতেই দুই গোলে এগিয়ে যায় রাসেল। চতুর্থ মিনিটে প্রথম গোলটি আসে কেনেথ ইকেচুকুর হেডে। বাম প্রান্ত থেকে ইব্রাহিমের ক্রসে মাথা ছোঁয়াতে ভুল করেননি নাইজেরিয়ান এই ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পরেই কেনেথের পাসে ইব্রাহিম লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। তাতে পায় কাঙ্ক্ষিত লক্ষ্যের দেখা। ৩০ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েলের গোলে ব্যবধান কমায়।
শেখ রাসেলের ওপর চাপ ধরে রেখে ৩৮ মিনিটে সেলেমানি ল্যান্ডির গোলে সমতাও ফেরায় ক্লাবটি।

বিরতির পর রাসেলের রক্ষণে বারকয়েক হানা দেয় মুক্তিযোদ্ধা। এমানুয়েল ও আমিনুর রহমানের প্রচেষ্টা ক্রসবারে না লাগলে এগিয়েও যেতে পারত তারা। কিন্তু জয়ের খোঁজে মাঠে নামা শেখ রাসেলই গোলের দেখা পায়। জামাল ভুঁইয়ার বদলি নামা দীপক রায় ৭৮ মিনিটে এনে দেন জয়সূচক সেই গোল।

এদিকে প্রিমিয়ার লিগে সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। গতকাল চট্টগ্রাম আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে প্রথমবার তিনে থেকে লিগ শেষ করেছে দলটি। ৩২ পয়েন্ট নিয়ে পুলিশের ঠিক পরের অবস্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে সাদা-কালোরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

টি-স্পোর্টস

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

প্রাইম ব্যাংক-ধানমণ্ডি স্পোর্টস

সরাসরি, সকাল ৯টা

এশিয়ান লিজেন্ড লিগ ২০২৫

ফাইনাল

সরাসরি, সন্ধ্যা ৭টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান, দ্বিতীয় টি-টোয়েন্টি

সরাসরি, সকাল ৭-১৫ মিনিট, টেন  ৫

ফুটবল

আই লিগ

বেঙ্গালুরু-রিয়াল কাশ্মীর

সরাসরি, বিকেল ৫টা, টেন ২

মেয়েদের চ্যাম্পিয়নস লিগ

রিয়াল মাদ্রিদ-আর্সেনাল

সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, ইউটিউব

প্রাসঙ্গিক
মন্তব্য

শর্ত ভেঙে বিপাকে করবিন বশ

শেয়ার
শর্ত ভেঙে বিপাকে করবিন বশ

শর্ত ভঙ্গের অভিযোগে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী মৌসুম। এই টুর্নামেন্টের জন্য গত জানুয়ারিতে খেলোয়াড় ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে করবিনকে দলে নেয় পেশোয়ার জালমি। দল পেয়ে পাকিস্তানের এই টুর্নামেন্টকে ফাঁকি দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চোটে পড়া লিজাড উইলিয়ামসের বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে ডাক পেয়েছেন করবিন।

এ জন্য করবিনকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। এক সংবাদ বিবৃতিতে বলেছে, ওই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তাঁর পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

পিসিবি

মন্তব্য

শিরোপার পথে আরেক পা পিএসজির

শেয়ার
শিরোপার পথে আরেক পা পিএসজির

আকাশে উড়ছে পিএসজি। ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত কাব্য লিখে লিভারপুলকে কাঁদিয়ে তারা জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জেতাটাও অনেকটা সময়ের ব্যাপার লুই এনরিকের দলের। ঘরোয়া লিগে এখনো হারের স্বাদ পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রেখে মার্শেইকে হারিয়ে ব্যবধান ১৯ পয়েন্টে উন্নীত করেছে পিএসজি। ২৬ ম্যাচে তাদের অর্জন ৬৮ পয়েন্ট, সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের সংগ্রহ ৪৯ পয়েন্ট। পার্ক দ্য প্রিন্সেসে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে মার্শেইকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ মাঠে মিকেল মেরিনোর একমাত্র গোলে আর্সেনাল হারিয়েছে চেলসিকে।

এই জয়ের পরও শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পেছনে গানাররা। লিস্টার সিটির মাঠে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ফুলহামের মাঠে ২-০ ব্যবধানে হেরে গেছে টটেনহাম। জার্মান বুন্দেসলিগায় রোমাঞ্চকর জয় পেয়েছে বেয়ার লেভারকুসেন।
সাত গোলের থ্রিলারে জাবি আলনসোর দল ৪-৩ ব্যবধানে হারিয়েছে স্টুটগার্টকে। অ্যাওয়েতে পাওয়া জয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে এনেছে লেভারকুসেন। ইতালিয়ান সিরি তে আতালান্তার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান। সমান ২৯ ম্যাচ খেলে নাপোলির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে ইন্টার। এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

শিকড়ের টানে গ্রামের বাড়িতে

    বাবা মোর্শেদ দেওয়ানের হাত ধরে ইংল্যান্ড থেকে গ্রামে ঘুরতে আসতেন হামজা। এবার অবশ্য নিজের ইচ্ছায় শিকড়ের টানে এসেছেন তিনি। চাইলেই সরাসরি ঢাকায় গিয়ে দলের ক্যাম্পে যোগ দিতে পারতেন। কিন্তু শিকড়ের টান কি আর ভোলা যায়?
শেয়ার
শিকড়ের টানে গ্রামের বাড়িতে

হবিগঞ্জ থেকে প্রতিনিধি : ১৪ বছর আগে সর্বশেষ স্নানঘাটে এসেছিলেন হামজা চৌধুরী। দীর্ঘদিন পর আবার সেই গ্রামে ফেরায় গ্রামবাসী, হামজা ও তাঁর পরিবার যেন আবেগে মিলেমিশে একাকার। হামজাকে একনজর দেখতে দূরদুরান্ত থেকে ছুটে এসেছেন কেউ কেউ। এত বড় তারকাকে দেখার সুযোগ কি আর হাতছাড়া করা যায়!

স্নানঘাটের দেওয়ানবাড়িতে তাই উৎসবের আমেজ।

সাজ সাজ রব। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত করা হয়েছে আলোকসজ্জা। বাড়ির চারপাশে মানুষের ঢল নামে। ইংলিশ ফুটবলে খেলা এমন একজনকে দেখতে কত আকুতি তাদের! বাড়ির পাশের মাঠেই প্যান্ডেল সাজানো হয়েছে।
সেখানে শত শত মানুষের উপস্থিতি।  হামজা যখন মঞ্চে গেলেন, তখন জনস্রোত আটকানো দায়! গ্রামবাসীর সামনে হামজা বলেছেন, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের কথা রাখার চেষ্টা করব আমি। আমরা ভালো করব ইনশাল্লাহ।

হামজাকে কাছে পেয়ে উচ্ছ্বাস বয়ে যাচ্ছে গ্রামবাসীর মধ্যে। হামজার প্রতিবেশী সাহেদ আহমেদ। সম্পর্কে চাচাতো ভাই। হামজাকে নিয়ে অনেক আশা, আমি বিশ্বাস করি, বাংলাদেশের ফুটবল এবার নতুন মাত্রা পাবে। অনেক কিছু বদলে যাবে।

হামজার মতো খেলোয়াড় দলে থাকা মানে কাজ অনেক সহজ হয়ে যাওয়া। ওর ছোটবেলা আমি দেখেছি। আমার কাছের একজন এত বড় খেলোয়াড়, মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে।

এর আগে বাবা মোর্শেদ দেওয়ানের হাত ধরে ইংল্যান্ড থেকে গ্রামে ঘুরতে আসতেন হামজা। এবার অবশ্য নিজের ইচ্ছায় শিকড়ের টানে এসেছেন তিনি। চাইলেই সরাসরি ঢাকায় গিয়ে দলের ক্যাম্পে যোগ দিতে পারতেন। কিন্তু শিকড়ের টান কি আর ভোলা যায়? সেই টানেই এবার তিনি হবিগঞ্জে এসেছেন বলে জানালেন বাবা মোর্শেদ দেওয়ান, ওকে তো আমি ছোটবেলা থেকেই সঙ্গে করে নিয়ে আসতাম। এবার হামজাই চেয়েছিল এখানে এক দিন থাকতে। পরে তাবিথ সাহেবও (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) বলেছেন, ঠিক আছে। শিকড়ের টানেই সে গ্রামের বাড়িতে এসেছে।

হামজার এবারের আসা বিশেষ বলে মোর্শেদ দেওয়ানের গর্বের শেষ নেই। কতটা গর্ব হচ্ছে তার উত্তর দিতে গিয়েও থমকে যেতে হয়েছে তাঁকে। এরপর আবেগ জড়ানো কণ্ঠে বললেন, আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন। খুব ভালো লাগা কাজ করছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ