<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : শুধু মেহেদী হাসান মিরাজ নন, ভারতের আগ্রাসী ব্যাটিং মানসিকতা অবাক করেছিল সুনিল গাভাস্কার-রবি শাস্ত্রীদেরও। করারই কথা। কানপুর টেস্টের দ্বিতীয় আর তৃতীয় একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম দিনও খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। চতুর্থ আর পঞ্চম দিন খেলা হলেও ড্রই এই টেস্টের ভবিতব্য মনে হচ্ছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখান থেকে কানপুর টেস্টের প্রেক্ষাপট বদলে দেওয়ার কৃতিত্ব ভারতের। প্রথমে বোলিং এবং পরে ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন স্বাগতিক ব্যাটাররা। সাদা চোখে ড্রয়ের দিকে এগোনো টেস্টটাই তাই এখন জয়-পরাজয়ের সামনে দাঁড়িয়ে। ভারতীয় বোলাররা শেষ দিন কত দ্রুত বাংলাদেশের বাকি আট উইকেট নিতে পারছে, মূলত এর ওপর নির্ভর করছে কানপুর টেস্টের ভাগ্য। পরিসংখ্যান অবশ্য ভারতীয় বোলারদের পক্ষেই কথা বলছে। দুই টেস্টের সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংস ব্যাটিং করেছে বাংলাদেশ। এখনো পুরো ৯০ ওভার ব্যাটিং করতে পারেননি সফরকারী ব্যাটাররা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা মিরাজ অবশ্য শেষ দিন ইতিবাচকতার খোঁজে আছেন। কী সেই ইতিবাচকতা, তাঁর মুখেই শোনা যাক, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেখুন, টেস্ট ক্রিকেটে সবই সম্ভব। এখন যে আমরা একদম হেরে গেছে, এমন নয়। এমন পরিস্থিতি থেকে আমরা অনেক ম্যাচ জিতেছিও। অনেক ম্যাচ হয়েছে এ রকম আমরা ভালো করেছি। আমাদের জন্য সুযোগ আছে। উইকেট ভালো আছে। হ্যাঁ, চ্যালেঞ্জিং হবে। আমার মনে হয়, যদি একটা ভালো জুটি গড়তে পারি, একটা সেশন ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক ব্যাপার হবে। এখনো তো কালকের (আজ) দিন আছে। এখনই আমরা ও রকম চিন্তা না করি (ম্যাচ হেরে যাওয়ার)।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেস্টের ফল বের করতে ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ে অবাক হওয়ার কথাও উঠে এসেছে মিরাজের কথায়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসলে ওরা পরিকল্পনা করে এগিয়েছে। হ্যাঁ, কিছুটা অবাক হয়েছি। ২-৩ ওভার পরে আমরা বুঝেছি যে ওদের পরিকল্পনায় এগোচ্ছে ওরা। আমরা চেষ্টা করেছি আমাদের শক্তি অনুযায়ী খেলতে। চেষ্টা করেছি, ওদের ইনিংসে ভাঙন ধরাতে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এমন অভিজ্ঞতা আগে হয়নি মিরাজের, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেখুন, টেস্ট ক্রিকেটে অনেক রকম পরিস্থিতি সামনে আসে। এর আগে বৃষ্টির জন্য দুই দিন খেলা হয়নি। অবশ্যই এ রকম কখনো হয়নি। আমার জন্য নতুন ছিল। অবশ্যই এই ম্যাচ থেকে অনেক শেখার আছে, আমরা শিখতে পেরেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শেষ দিন ব্যাটিংয়ে বাংলাদেশও ভারতের পথেই হাঁটবে? মিরাজের কথায় পরিষ্কার, দলের এমন কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ দল বরং আগে নিজেদের নিরাপত্তাবলয়ে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন মিরাজ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন তো অবস্থা এমন যে আমরা আগে নিজেদের সেফটি চিন্তা করব। আমরা চেষ্টা করব যত সময় ব্যাটিং করতে পারি। আমাদের জন্যও ভালো হবে, দলের জন্যও ভালো হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিরাজের মতো বাংলাদেশ দলও আজ তাকিয়ে থাকবে ব্যাটারদের দিকে। আড়াই দিনেই টেস্ট হেরে যাওয়া যে বিশ্ব ক্রিকেটের চোখে বাংলাদেশের জন্য ভালো বার্তা নয়!</span></span></span></span></p>