<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অকল্পনীয়! অবিশ্বাস্য! অবিস্মরণীয়! ভারতের মাটিতে সত্যিকার অর্থে অবিশ্বাস্য কীর্তি গড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। উচ্ছ্বাসের প্লাবনে ভেসে চলা অধিনায়ক টম লাথামের ভাষায়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশ্যই এটা নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত। সম্ভবত নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা সিরিজ জয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সাবেক পেসার সায়মন ডুল আরেক ধাপ এগিয়ে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের এটাই সেরা সাফল্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিজেদের ডেরায় ভারত অজেয়। সেই দর্প চূর্ণ করে প্রথমবার ভারতে টেস্ট সিরিজ জিতেছে কিউইরা। গৌরবের উপলক্ষটা কিউইরা উদযাপন করল মুম্বাইয়ে জিতে রোহিত শর্মার দলকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবিয়ে। ওয়াংখেড়েতে ১৪৭ রানের লক্ষ্যও ছুঁতে পারেনি স্বাগতিকরা। নিউজিল্যান্ডের রূপকথা রচনার অন্যতম নায়ক এজাজ প্যাটেলের ঘূর্ণি ছোবলে মাত্র ১২১ রানে গুঁড়িয়ে গিয়ে ২৫ রানের হারে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে রোহিত শর্মার দল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিজ শুরুর আগে পরিষ্কার ফেভারিট ছিল ভারত। দেশের মাটিতে টানা এক যুগ সিরিজ না হারার গৌরবের রেকর্ডের পাশাপাশি বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাসও ছিল স্বাগতিকদের সঙ্গী। অন্যদিকে শ্রীলঙ্কার মাটিতে ২-০ ব্যবধানে হেরে অধিনায়ক বদলে দলের সেরা তারকা কেন উইলিয়ামসনকে ছাড়া ভারতে পা রেখেছিল কিউইরা। টম লাথামের নেতৃত্বে সেই দলই বেঙ্গালুরু ও পুনের পর মুম্বাইয়ে বীরোচিত কাব্য রচনা করে ভারতীয় ক্রিকেটের বুকে এঁকে দিল বিরাট এক কলঙ্কের দাগ! নিজেদের চেনা আঙিনায় এভাবে নুইয়ে পড়া কিছুতে মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। মর্মাহত উপমহাদেশের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যও, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের ক্রিকেটে সর্বকালের সবচেয়ে লজ্জাজনক প্রহর। এর চেয়ে খারাপ মুহূর্ত এর আগে আসেনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন দুঃসময়ের জন্য অধিনায়ক হিসেবে নিজেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রোহিত শর্মা, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরো দায়টা আমি নিচ্ছি। একজন নেতা হিসেবে সিরিজের শুরু থেকে প্রমাণ রাখতে পারিনি আমার সামর্থ্যের।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ভারতের এমন পরিণতিতে বিহ্বল শচীন টেন্ডুলকার আহবান জানিয়েছেন আত্মপোলব্ধির, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হার হজম করা কঠিন। এবার আত্মসমালোচনা করতেই হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কিউইদের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দুইয়ে নেমে গেছে ভারত। ক্রিকইনফো</span></span></span></span></span></p>