<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে একের পর এক চোটের ধাক্কা যাচ্ছে বাংলাদেশ দলের ওপর দিয়ে। অভিজ্ঞ মুশফিকুর রহিমের পর এই তালিকার সর্বশেষ সংযোজন নাজমুল হোসেন। মুশফিকের মতো তিনিও আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন। কুঁচকির চোটে আফগানদের বিপক্ষে গতকাল শেষ ওয়ানডেও খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাজমুল কুঁচকির চোটটা পেয়েছিলেন দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময়। পরদিন এমআরআই রিপোর্টের পর গতকাল বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে তাঁর চোট নিয়ে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শারজায় গতকাল (গত পরশু) শান্তর (নাজমুল) এমআরআই করানো হয়েছে। আমরা দলের ফিজিও এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। কুঁচকিতে তিনি গ্রেড টু পর্যায়ের চোট পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেরে উঠতে নির্দিষ্ট একটা সময় তাঁকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। দুই সপ্তাহ পর আমরা তাঁর অবস্থা পুনর্মূল্যায়ন করব। পুনর্বাসনের প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি আরব আমিরাত থেকে দেশে ফিরবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাজমুলের অনুপস্থিতিতে গতকাল বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তাঁর কাঁধেই অধিনায়কের গুরুদায়িত্ব থাকার কথা। এই যখন অবস্থা, টেস্ট সিরিজ সামনে রেখে দেশ থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিয়েছেন ওয়ানডে সিরিজের বাইরে থাকা ক্রিকেটাররা। মমিনুল হক, সাদমান ইসলামদের সঙ্গে এই ধাপে ক্যারিবীয় দ্বীপে গেছেন সদ্য বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ সালাউদ্দিন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোচিং স্টাফে দেশি কোচের অন্তর্ভুক্তি অন্য ক্রিকেটারদের মতো স্বস্তি জোগাচ্ছে সাদমানের মনেও। গতকাল বিমানবন্দরে টেস্ট দলের এই ওপেনার বলছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুবিধা তো অবশ্যই থাকবে (কোচিং স্টাফে দেশি কোচের সুবিধা)। স্যারের সঙ্গে সব ক্রিকেটারের এর আগে কমবেশি কাজ করা হয়েছে। এখন তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যদি কিছু লাগে অবশ্যই তাঁর সঙ্গে কথা বলব, তাঁর সাহায্য নেব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নাজমুল-মুশফিকের মতো দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকা বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য। দুজনের না থাকা দায়িত্ব আরো বেড়ে গেল কি না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন প্রশ্নে সাদমানের উত্তর, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব সময় দায়িত্ব নেওয়ার চেষ্টা করি। টপ অর্ডার হোক কিংবা মিডল অর্ডার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবাই দলের জন্য খেলতে চায়। ভালো করতে চায়। আমারও সেই চেষ্টা থাকবে। আশা করি, ওয়েস্ট ইন্ডিজ থেকে আমরা ভালো কিছু নিয়ে ফিরতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>