<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বশেষ এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজনের মাধ্যমে ভারতের পাকিস্তানে না যাওয়া যত সহজে সমাধান হয়ে গিয়েছিল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, এবার বিষয়টা আর সে অবস্থায় নেই। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির পুরো আয়োজন নিয়ে বদ্ধপরিকর পাকিস্তান। ব্যাপারটা এমন যে ভারতের জন্য চ্যাম্পিয়নস ট্রফি কোনোভাবে পাকিস্তান থেকে সরে গেলে টুর্নামেন্টেই অংশগ্রহণ করবে না দলটি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরমধ্যে আইসিসির কাছে চিঠি দিয়ে ভারতের পাকিস্তানে খেলতে না চাওয়ার কারণ জানতে চেয়েছে দেশটি। এদিকে ভারত রাজি না হলে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ দেশে আয়োজন ছাড়া আর কোনো উপায় নেই। তবে এ নিয়ে খুশি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, দেশটির কেন্দ্রীয় সরকার পিসিবিকে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ না করার নির্দেশ দিতে পারে। পিসিবি সভাপতি মহসিন নাকভিও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি হলে সেখানে না খেলার কথা জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস</span></span></span></span></p>