<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/16-11-2024/2/kalerkantho-sp-4a.jpg" height="200" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/16-11-2024/2/kalerkantho-sp-4a.jpg" style="float:left" width="200" />মাঠে সদা হাস্যোজ্জ্বল থাকেন লিওনেল মেসি। প্রতিপক্ষের ফাউলের শিকার হলেও অনেক সময়ই হাসিমুখে তা মেনে নিতে দেখা যায় তাঁকে। কিন্তু গতকাল প্যারাগুয়ের বিপক্ষে ভিন্ন এক মেসিরই দেখা মিলল আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে। খেলার ৩৭ মিনিটে প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে মেসিকে গুরুতর ফাউল করেন। কিন্তু রেফারি কোনো কার্ড দেখাননি। এতেই রেগেমেগে আগুন মেসি। ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোংকোর দিকে আঙুল উঁচিয়ে কিছু একটা বলতেও দেখা গেছে এই কিংবদন্তিকে। মধ্যবিরতিতে মাঠ ছাড়ার পথেও রাগ ঝাড়তে দেখা যায় তাঁকে। এমন দিনে আর্জেন্টিনাকেও হারতে হয়েছে। তা-ও আবার মেসিকে মারাত্মক ফাউল করা আলদেরেতেই আর্জেন্টিনার ভাগ্য বিপর্যয়ের কারণ। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে তাঁর জয়সূচক গোলেই বিশ্বচ্যাম্পিয়নদের হার ২-১ ব্যবধানে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাছাইয়ে আর্জেন্টিনার এটি তৃতীয় হার। প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুটা দুর্দান্ত করেছিল আলবিসেলেস্তারাই। ১১ মিনিটে লাউতারো মার্তিনেসের দারুণ ফিনিশিং এগিয়ে দেয় আর্জেন্টিনাকে। এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস স্থায়িত্ব পায় মাত্র আট মিনিট। চোখ-ধাঁধানো বাইসাইকেল কিকের গোলে প্যারাগুয়েকে সমতায় ফেরান আন্তোনিও সানাব্রিয়া। এরপর ৪৭ মিনিটে স্বাগতিকদের ব্যবধান বাড়ানোর পাশাপাশি শেষ পর্যন্ত জয় নিশ্চিত করা গোলটি আসে আলদেরেতের কাছ থেকে। এবারের বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলকেই হারানোর কীর্তি গড়ল প্যারাগুয়ে। সংবাদ সম্মেলনে এসে রেফারির বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ তোলেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেক কিছুই বলার আছে, তবে সেসব অর্থহীন। মাঠে কী হয়েছে সেসব আমরা দেখেছি। ম্যাচের ফলের সঙ্গে এসবের সম্পর্ক নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হারের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। টিওয়াইসি</span></span></span></span></p>