<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : জাতীয় কুস্তিতে ছেলে ও মেয়ে উভয় বিভাগেই সেরার মুকুট জিতেছে বাংলাদেশ আনসার। ছেলেদের বিভাগে সাতটি সোনা এবং একটি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে সার্ভিসেস দলটি। দুটি সোনা নিয়ে রানার্স আপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মেয়েদের বিভাগে সেরা হওয়ার পথে আনসার জিতেছে ছয়টি সোনা, একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ। রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে তিনটি সোনা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উভয় বিভাগেই দশটি ওজন শ্রেণিতে লড়াই হয়েছে। ছেলেদের ১২৫ কেজিতে সেরা হয়েছেন আনসারের লিটন বিশ্বাস। তিনি পেছনে ফেলেছেন সেনাবাহিনীর খান সাব্বির ও পুলিশের রায়হান রেজাকে। ৯৭ কেজিতে অবশ্য আনসারের খান রাকিবকে টপকে সোনা জিতেছেন বিজিবির আব্দুর রশিদ হাওলাদার। ৭৯ কেজির সোনাও গেছে বিজিবির ঘরে। সেনাবাহিনীর রাজু ইসলামকে পেছনে ফেলেছেন দিপু চন্দ্র রায়। ৮৬ কেজিতে আধিপত্য দেখিয়েছেন আনসারের আলী আমজাদ, তিনি পেছনে ফেলেছেন বিজিবির আল রাজীবকে। মেয়েদের ৫০ কেজিতে সোনা জিতেছেন আনসারের মিম। ৫৩ কেজিতেও সোনা গেছে আনসারের ঘরে। যশোর জেলার মৌকে হারিয়েছেন আনসারের মাসিনু মারমা। ৭৬ কেজিতে সেনাবাহিনীর চিংসানু মারমা এবং ৭২ কেজিতে সোনা জিতেছেন একই সার্ভিসেস দলের রীনা আক্তার।</span></span></span></span></p>