<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইংল্যান্ডে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> যেমন কমিউনিটি শিল্ড, স্পেনে যেমন মৌসুমের শুরুতে দীর্ঘদিন ধরে হয়ে এসেছে স্প্যানিশ সুপার কাপ, তেমনি বাংলাদেশের ঘরোয়া ফুটবল মাঠে গড়াচ্ছে আজ চ্যালেঞ্জ কাপ দিয়ে। আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন এবং কাপ শিরোপাজয়ীর এই দ্বৈরথ নতুন মৌসুম নিয়ে উত্তেজনার পারদটা চড়িয়ে দিতে পারে শুরুতেই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা কিংস ও মোহামেডান যেমন গত মৌসুমে প্রতিটা শিরোপার জন্য লড়েছে পাল্লা দিয়ে। সেই দুই দলের চ্যালেঞ্জ কাপ বাড়তি আমেজ না ছড়িয়ে পারে না। কিংস অবশ্য গত মৌসুমে লিগ, ফেডারেশন কাপ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছে। মোহামেডান চ্যালেঞ্জ কাপে তাদের প্রতিপক্ষ হয়েছে লিগ রানার্স আপ হিসেবে। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দলের সেই লড়াই শুরু বিকেল ৫টায়। লিগ চ্যাম্পিয়ন হিসেবে কিংস পেয়েছে স্বাগতিক সুবিধা। দুই মৌসুম ধরে মোহামেডানের পারফরম্যান্সও সাদা-কালো সমর্থকদের আবার নতুন করে আকৃষ্ট করেছে। তাই বলাই যায়, কিংস অ্যারেনায় লালের বিপরীতে সাদা-কালো সমর্থনও থাকবে যথেষ্ট পরিমাণে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘরোয়া মৌসুম শুরুর আগে এএফসি চ্যালেঞ্জ কাপটা ভালো যায়নি কিংসের। সেই হতাশাটা রয়েই গেছে কোচ ভ্যালেরিও তিতার মনে। গতকাল চ্যালেঞ্জ কাপ নিয়ে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে সেই প্রসঙ্গ টেনেছেন কোচ ভ্যালেরিও তিতা, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টানা তিন ম্যাচে হার আমার পুরো ক্যারিয়ারে এমনটা হয়নি। ১৬টা সুযোগ তৈরি করে গোল করতে পেরেছি মাত্র একটা। সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। কিংস ঘরোয়া ট্রেবল জিতেছে গত মৌসুমে। সেই সাফল্য ধরে রাখাটাই আমাদের সামনে এখন মূল চ্যালেঞ্জ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এএফসি চ্যালেঞ্জ কাপের পারফরম্যান্স দিয়ে অবশ্য কিংসকে বিচার করতে রাজি নন মোহামেডান কোচ আলফাজ আহমেদ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিংস গত মৌসুমের মতো এবারও ফেভারিট। তাদের কোন দিক দিয়ে পিছিয়ে রাখার ভুল আমি করতে চাই না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিজের দল নিয়ে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মৌসুমের চেয়েও ভালো মনে হচ্ছে আমাদের এবারের দলটা। আমরা এবারও প্রতিটা শিরোপার জন্যই লড়ব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মোহামেডান গত মৌসুমের সব বিদেশিকে ধরে রেখেছে। এবার বাড়তি দুজন বিদেশির সুবিধাটাও তারা কাজে লাগাতে চায়। ওদিকে কিংস নতুন স্ট্রাইকার জাহেদ খাসাকে এখনো পরখ করতে পারেনি। আর গত মৌসুমের শেষ ম্যাচে কার্ডের কারণে এ মৌসুমের প্রথম ম্যাচটা খেলতে পারছেন না রাকিব হোসেন। চ্যালেঞ্জ কাপটা কিংসের জন্য তাই নতুন চ্যালেঞ্জ হয়েই এসেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরো মৌসুমটা কেমন যাবে, তার একটা আভাস ঠিক মিলে যাবে আজকের ম্যাচে।</span></span></span></span></span></p>