<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : প্লেয়ার্স লিস্টের একটি নাম দৃষ্টি আকর্ষণ করার মতোই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমির জাঙ্গু! তবে নামেই নয়, পারফরম্যান্সেও নজর কেড়েছেন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অভিষিক্ত এই ক্যারিবীয় ব্যাটার। ৮৩ বলে তার ১০৪ রানের হার না মানা বিধ্বংসী ইনিংসে বাংলাদেশের ৩২১ রান অবলীলায় পেরিয়ে যায় স্বাগতিকরা। অথচ এর আগে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৩০০-র বেশি রান তাড়া করে ম্যাচ জেতার কোনো নজির ছিল না। বৃহস্পতিবার বাংলাদেশকে হারিয়ে এই কীর্তি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠে এর আগে সর্বোচ্চ রান করেও হারের রেকর্ডটি মেহেদী হাসান মিরাজদের। সদ্যঃসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করে হেরেছিল সফরকারীরা।  শেষ ম্যাচ আরেকবার প্রমাণ করল বাংলাদেশ দল যে রান করেছে, সেখানকার উইকেট ব্যাটারদের আরো অনেক কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই উইকেটেই জাঙ্গুরা সাধকে সাধ্যের মধ্যে নামিয়ে আনতে পারেন, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সাধ্যসীমা বাড়াতে ব্যর্থ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/14-12-2024/2/kalerkantho-sp-1a.jpg" height="565" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/14-12-2024/2/kalerkantho-sp-1a.jpg" style="float:left" width="250" />কেন? ৩-০-তে হোয়াইটওয়াশ হওয়ার পর এ প্রশ্নই উঠতে শুরু করেছে নতুন করে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতির শেষ সিরিজে ব্যর্থতার পর নিজেদের ঘাটতির জায়গাটা আরো নির্দিষ্ট হলেও সমাধান জানা নেই ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। হতাশা জড়ানো কণ্ঠে উপায়ই খুঁজে মরেছেন শুধু, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব, কিভাবে সেই সব জায়গায় উন্নতি করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিজেদের পছন্দের সংস্করণে ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারা বাংলাদেশ যেন নিজেদের শক্তির জায়গায়ও দুর্বল হয়ে পড়েছে। ৯ ওয়ানডে খেলে চলতি বছর শেষ করতে যাওয়া দলটি জিতেছে মাত্র তিন ম্যাচে। পরিসংখ্যানই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতেও হিমশিম খাচ্ছেন মিরাজরা। ওয়ানডেতে যখন হরহামেশাই ৩০০ ছাড়াচ্ছিল অন্য দলগুলো, তখন বাংলাদেশ আটকে ছিল ২৩০-৪০ রানের সীমায়। এখন অবশ্য সীমা কিছুটা বেড়েছে তবে অন্য দলগুলো তা আরো বাড়িয়েছে। ওয়ানডেতে এখন ৩৫০ ছাড়ানো সংগ্রহ দেখা যাচ্ছে নিয়মিত। মিরাজরা সেখানে থাকছেন ৩০০-র আশপাশে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিজেদের ওয়ানডে ইতিহাসে ১৩৫ বার ৩০০ পার করেছে ভারত। অন্তত ৫০ বার পেরিয়েছে আরো সাতটি দল। বাংলাদেশ পেরেছে মোটে ২৯ বার। রান তোলার গড়েও অন্যদের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ, ম্যাচপ্রতি গড় রান ২০২। এই মানদণ্ডে আফগানিস্তান (২০৯), আয়ারল্যান্ড (২১১), এমনকি স্কটল্যান্ডও (২০৯) অনেক এগিয়ে আছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সময়ের ক্রিকেটে ৪০০ রানও হচ্ছে। তুলনামূলক দুর্বল জিম্বাবুয়েও এমন কীর্তি গড়ে দেখিয়েছে। সেখানে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৪৯ রান। এমনকি আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়ার মতো নিচের সারির দলগুলোও ৩৫০ রান পার করে দেখিয়েছে। অথচ এই সংস্করণ নিয়েই গর্বে বুক ফোলায় বাংলাদেশ। সর্বশেষ দুটি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হারের পর ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। নিজেদের শক্তির জায়গায়ই দুর্বলতা আরেকবার প্রকাশ্য হয়ে গেল সদ্যঃসমাপ্ত সিরিজে। যেখানে অভিষিক্ত জাঙ্গু পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে এত বছর পার করে দেওয়া মিরাজরা ব্যর্থ।</span></span></span></span></p>