<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/27-12-2024/2/kalerkantho-sp-1a.jpg" height="146" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/27-12-2024/2/kalerkantho-sp-4a.jpg" style="float:left" width="246" />এমন কিছু হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি জসপ্রিত বুমরাহ। কত বাঘা বাঘা ব্যাটারই তো তাঁকে খেলতে খাবি খাচ্ছেন নিয়মিত। সেখানে কোথাকার কোন স্যাম কনস্টাস কিনা স্কুপ খেলার চেষ্টা করেছেন বুমরাহকে! ১৯ পেরোনো এই তরুণ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ ওপেনার। সেই তিনি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কঠিন বোলার হিসেবে স্বীকৃত বুমরাহকে কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। কনস্টাসের দুরন্ত শুরুর পর উসমান খাজা, মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথের ফিফটিতে মেলবোর্ন টেস্টের প্রথম দিনটা অজিরা শেষ করেছে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব ছাপিয়ে অবশ্য বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দিনের আলোচিত চরিত্র কনস্টাস। তাঁর ৬৫ বলে ৬০ রানের ইনিংসটিই মানসিকভাবে এগিয়ে দেয় অস্ট্রেলিয়াকে, যেখানে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ বোলার বুমরাহও ছিলেন অসহায়। এই পেসারকে স্কুপ, সুইচ হিটে তাক লাগানো সব শট খেলেন কনস্টাস। এক ওভার থেকে তোলেন ১৮ রান। ৪৪ টেস্টের ক্যারিয়ারের এমন অভিজ্ঞতা আগে হয়নি বুমরাহর। কনস্টাসের পর স্বাগতিকদের ইনিংস টেনে নেন খাজা (৫৭), লাবুশেন (৭২) ও স্মিথ (৬৮*)। স্মিথের সঙ্গী প্যাট কামিন্স অপরাজিত আছেন ৮ রানে। আজ এই দুজনের স্কোরবোর্ডে আরো কিছু রান যোগ করতে চাইবে অজিরা। ক্রিকইনফো</span></span></span></span></p>