<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : ২০১০ থেকে ২০২২ পর্যন্ত জাতীয় তায়কোয়ান্দোতে ১৪টি সোনা জিতেছেন দীপু চাকমা। ২০১৯ এসএ গেমসে হয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা। সেই দিপু এখন তায়কোয়ান্দো থেকে একরকম নির্বাসিত। নারী নির্যাতন মামলায় সেনাবাহিনীর তায়কোয়ান্দো দল থেকে জায়গা হারিয়েছেন তিনি। সাধারণ একজন সৈনিক হিসেবে এখন ইউনিটে থাকতে হচ্ছে তাঁকে। তায়কোয়ান্দো ক্যারিয়ারই শেষ হতে চলেছে দীপুর। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ থেকে শুরু হচ্ছে ২১তম জাতীয় তায়কোয়ান্দোর সোনার লড়াই। ২০২২-এ সর্বশেষ আসরেও নিজের প্রিয় ইভেন্ট পুমসেতে সোনা জেতা দীপু এই মুহূর্তে বরিশাল সেনানিবাসে খেলা থেকে অনেক দূরে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বলতে পারেন আমার তায়কোয়ান্দো ক্যারিয়ারটাই থমকে গেছে। জানি না আবার কবে খেলায় ফিরতে পারব। আগামী এসএ গেমস খেলতে পারব কি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীপু খেলার বাইরে এক বছরেরও বেশি সময় ধরে। ২০২২ সালে তিনি বিয়ে করেছিলেন। গত বছর সেই স্ত্রীর সঙ্গে তাঁর বিরোধ শেষমেশ বিচ্ছেদে গড়ায়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাও করেছেন দীপুর স্ত্রী। সেই মামলাতেই মূলত হুমকির মুখে পড়েছে তাঁর ক্যারিয়ার। এ বছরের জানুয়ারিতে জামিন নিয়ে দীপুকে চলে যেতে হয়েছে তাঁর ইউনিটে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাবাহিনীর কোচ মিজানুর রহমানের কণ্ঠে হতাশা দীপুর প্রসঙ্গে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ও যে কেন এমন ঝামেলায় জড়াল! ওদের প্রেমের বিয়ে জানতাম। খুব দুঃখজনক ঘটনা। মামলা থাকলে আমাদের বাহিনী থেকে খেলার সুযোগ নেই। ওকে ইউনিটেই থাকতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তায়কোয়ান্দো ফেডারেশনের কর্মকর্তা পলাশ মিয়া বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের ফেডারেশনের দিক থেকে দীপুর খেলার ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু সিদ্ধান্তটা ওর বাহিনীর। এখন আমরা জাতীয় দলে দীপুকে চাইলেও পাব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীপু চেষ্টা করছেন স্ত্রীর সঙ্গে সমঝোতা করে মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি চেষ্টা করছি। ও তালাক চাইছে। সমঝোতায় যদি সেটা হয় আমি মেনে নেব। তায়কোয়ান্দো থেকে দূরে থাকা আমার জন্য কষ্টের। আমি খেলায় ফিরতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>