কোচিংয়ের প্রস্তাব দিয়েছিল সাকিব
সিলেটে গতকাল আড়াই ঘণ্টার অনুশীলনে টানা দুই ঘণ্টা নেটে বল করলেন সাঈদ আজমল। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলা এই পাকিস্তানি অফস্পিনার বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে এসেছেন। কালের কণ্ঠের তরিকুল ইসলাম সজলের সঙ্গে আলাপে জানান বছর সাতেক আগে বাংলাদেশ দলে কোচিংয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেওয়ার কারণ। এবার সুযোগ পেলে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের দায়িত্ব নিতে রাজি তিনি।
সম্পর্কিত খবর