<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/06-01-2025/2/kalerkantho-sp-2a.jpg" height="147" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/06-01-2025/2/kalerkantho-sp-4a.jpg" style="float:left" width="250" />‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রফি হার, প্রশ্ন অনেক, ভবিষ্যৎ অনিশ্চিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিডনিতে ভারতের হারের পর টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম। অস্ট্রেলিয়া সফরে ভারতের শুরুর গল্পের সঙ্গে শেষটার যে আকাশ-পাতাল ফারাক! পার্থে প্রথম টেস্টে উজ্জীবিত জয়ে শুরু করেও তাদের হাতছাড়া বোর্ডার-গাভাস্কার ট্রফি। সিডনিতে পঞ্চম টেস্টে ৬ উইকেটে জিতেছে স্বাগতিকরা। তাতে ৩-১ ব্যবধানে ট্রফি পুনরুদ্ধারও হয়েছে অস্ট্রেলিয়ার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৪-১৫ মৌসুমের পর ভারতকে লাল বলের সিরিজে হারাল অজিরা। বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। স্বভাবত দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক প্যাট কামিনস, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা অবাস্তব। আমাদের অনেকেরই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অভিজ্ঞতা ছিল না। আমি খুব গর্বিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আগামী বছর লর্ডসে টেস্টের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজদণ্ড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ধরে রাখার লড়াইয়ে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওদিকে সিডনির হারে ট্রফি হাতছাড়া হওয়ার সঙ্গে টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন বিলীন হয়ে গেছে ভারতের। দারুণ জয়ে শুরু করেও শেষ পর্যন্ত সিরিজ হারের তেতো স্মৃতি তাদের সঙ্গী। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তারকারাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি একদমই। তবু সফর থেকে ইতিবাচক অনেক কিছু খুঁজে পাচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রিত বুমরাহ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুরো সিরিজে আমরা দারুণ লড়াই করেছি। তরুণরা ভালো করেছে, তা ছাড়া এই সিরিজের শিক্ষা আমাদের ভবিষ্যতের পাথেয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চোটের জন্য শেষ দিন বোলিং করতে পারেননি সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি বুমরাহ।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শেষ চার উইকেটে আর মাত্র ১৬ রান যোগ করে ভারত ১৫৭ রানে অল আউট হলে ১৬২ রানের জয়ের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। রান তাড়ায় দলীয় ৫৮ রানের মধ্যে আউট হন স্যাম কনস্টাস, মারনাস লাবুশানে এবং স্টিভেন স্মিথ। মাত্র ১ রানের জন্য টেস্টে দশ হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি স্মিথ। তাতে কী! উসমান খাজার ৪১, ট্রাভিস হেডের ৩৪* এবং বো ওয়েবস্টারের ৩৯* রানের ক্যামিওতে ২৭ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ক্রিকইনফো</span></span></span></span></p>