<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : হঠাৎ করেই ছন্দঃপতন মোহামেডান শিবিরে। বিদেশিহীন আবাহনীর কাছে হেরে গত মঙ্গলবার ফেডারেশন কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আলফাজ আহমেদের দলের। দুই শিরোপা থেকে দলটির লক্ষ্য নেমে এসেছে এখন শুধুই লিগ ট্রফিতে। সেটার পথও যে সহজ হবে এমনটা বলা যাচ্ছে না। আজই যেমন তাদের চ্যালেঞ্জ জানাতে নামছে রহমতগঞ্জ। মৌসুমের শুরু থেকেই যারা আছে দারুণ ছন্দে। বিদেশিদের পাশাপাশি রহমতগঞ্জের দেশিরাও একাধারে নৈপুণ্য দেখাচ্ছেন। লিগে হেরেছে স্রেফ একটিতে, বসুন্ধরা কিংসের কাছে। আজ মোহামেডানের বিপক্ষে তাই আরেকটি পরীক্ষা তাদের জন্য।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ম্যাচের ফল শিরোপাভাগ্য লিখে দেবে না, তবে লিগের গতিপথ কেমন হতে পারে সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এ ম্যাচের দিকে চোখ রাখতে হচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনীকেও। মোহামেডান যদি হারে কিংবা ড্র করে তাহলে জমে উঠবে শিরোপার লড়াই। কিংস, ব্রাদার্স কিংবা আবাহনী তখন পয়েন্টের ব্যবধান আরো কমিয়ে আনার সুযোগ পাবে। সাদা-কালো কোচ আলফাজ আহমেদ অবশ্য সেই সুযোগ প্রতিপক্ষকে দিতে চান না। আজ জিতে লিগে অপরাজিত থাকার যাত্রা অব্যাহত রাখার আশা এই কোচের, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপ্রত্যাশিতভাবে আমরা ফেডারেশন কাপ থেকে বাদ পড়লাম। এখন তো লিগ ছাড়া ভাবনার কিছু নেই। আমাদের পয়েন্ট হারানোর কোনো সুযোগ নেই। জয়ই আমাদের মূল লক্ষ্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছয় ম্যাচে শতভাগ সাফল্যে ১৮ পয়েন্টে শীর্ষে মোহামেডান। তাদের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে রহমতগঞ্জ। আজ জিতলেই যৌথভাবে শীর্ষে উঠে যাবে দলটি। এমন সুযোগ হাতছাড়া করতে রাজি নন দলটির কোচ কামাল বাবু। তবে বাস্তবতাও মনে করিয়ে তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেখুন, মোহামেডানের সঙ্গে আমাদের তুলনা নেই। আর্থিক দিক, সুযোগ-সুবিধায় ওরা আমাদের চেয়ে এগিয়ে। তবে আমরা মাঠের খেলায় কোনো ছাড় দেব না। ওদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আমরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিংস অ্যারেনায় চ্যাম্পিয়ন কিংসের প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়াংমেন্স। আগের রাউন্ডে বাংলাদেশ পুলিশকে পাঁচ গোলে বিধ্বস্ত করে চেনা রূপে ফেরার ইঙ্গিত দিয়েছে ভ্যালেরিও তিতার দল। আজও জেতার লক্ষ্যেই নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্য দুই ম্যাচে ফর্টিস খেলবে পুলিশের বিপক্ষে এবং ব্রাদার্সের প্রতিপক্ষ ওয়ান্ডারার্স।</span></span></span></span></p>