<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট থেকে প্রতিনিধি : ক্লান্তিহীন অনুশীলন। ঘণ্টাখানেক ব্যাটিংয়ের পর দুদণ্ড বিশ্রাম না নিয়ে আবার নেটে হাত ঘোরাতে নামেন রায়ান বার্ল। ম্যাচের আগে অনুশীলনের প্রতিটি মুহূর্ত অনেক দামি বলে মনে করেন তিনি। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার খুব বড় তারকা হয়তো নন, কিন্তু এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে যেসব বিদেশি ক্রিকেটার এসেছেন, তাঁদের মধ্য অন্যতম। বিশেষ করে দুর্বার রাজশাহীর দলে। দলটির স্থানীয় আর বিদেশি ক্রিকেটার মিলিয়ে রায়ানের নামটি শুরুর দিকে আসবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/12-01-2025/2/kalerkantho-sp-1a.jpg" height="225" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/12-01-2025/2/kalerkantho-sp-5a.jpg" style="float:left" width="176" />একে তো পাওয়ার হিটার, তার ওপর লেগ স্পিনার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এ জন্য বেশ সুনাম রায়ানের। বিপিএলেও শেষ কয়েক মৌসুমে নিয়মিত তিনি। রায়ান নিজেও সঠিক জানেন না, কতবার বাংলাদেশে এলেন। তাঁর সঙ্গে গল্পে এই প্রসঙ্গ উঠলে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সত্যি বলতে আমি আসলে জানি না বাংলাদেশে কতবার এসেছি। জাতীয় দলের হয়ে মনে হয় পাঁচ থেকে ছয়বার। সব মিলিয়ে খুব সম্ভবত ১০ বার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে রায়ান জানেন পাওয়ার হিটিং কিভাবে করতে হয়। গতকাল সিলেটে এর একটি নমুনা দেখালেন তিনি। ৯.৫ ওভারে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল রাজশাহী, তখন উইকেটে এসে ব্যাট হাতে তাণ্ডব চালান রায়ান। সাতটি চার ও একটি ছক্কায় ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। এতে জয়ের পথ তৈরি হয়ে যায় রাজশাহীর। এই ম্যাচের আগে পাওয়ার হিটিং নিয়ে আলোচনায় রায়ান অবশ্য জানান, এর জন্য গোপন কোনো কৌশল বা রহস্য নেই। রায়ান ভাবেন এভাবে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখানে আসলে গোপনীয় কিছু নেই। বেশ কিছু কারিগরি ব্যাপার কাজ করে, বিশেষ করে শরীরের নড়াচড়া। এর সঙ্গে বেশ কিছু ব্যাপার নিয়ে কাজ করা জরুরি। যেমন নিজের ওজন এবং শক্তিকে বলে প্রয়োগ করতে হবে। এমন নয় যে আপনি লম্বায় বড় বা আপনার ওজন বেশি হলে বড় শটস খেলতে পারবেন। আমি বলব, সব কিছুই আসলে নির্ভর করে টাইমিংয়ের ওপর। পাওয়ার হিটিংয়ের জন্য প্রয়োজন সব কিছুর মিশ্রণ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার বিপিএল খেলতে বাংলাদেশে এসে স্থানীয় তরুণ ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন রায়ান। চিটাগং কিংসের হয়ে খেলা শামীম হোসেন ও ঢাকা ক্যাপিটালের ওপেনার তানজিদ হাসানের কথা আলাদা করে বললেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শামীমের মতো খেলোয়াড়দের জন্য শুভ কামনা। তামিম (তানজিদ) নিজেকে প্রমাণ করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এর পেছনে অবশ্য বিপিএলের ভূমিকাও বড় করে দেখছেন রায়ান। এই টুর্নামেন্টে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলে, ড্রেসিংরুম ভাগাভাগি করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আফিফ হোসেন, জিসান আলমরা নিজেকে আরো ওপরে তুলছেন বলে বিশ্বাস রায়ানের। যেমনটা তিনি বিশ্বাস করেন, পাওয়ার হিটিংয়ের জন্য গোপন কোনো কৌশল নেই বলে।</span></span></span></span></p>