<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেনিস কোর্টে একে অন্যের প্রতিপক্ষ হয়ে বহুবার দাঁড়িয়েছেন নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারে। এবার দুজন কাঁধে কাঁধ মিলিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। মেলবোর্ন পার্কে আজ থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের কোচ হয়ে ডাগ আউটে থাকছেন মারে। গত কিছুদিন ব্রিটিশ তারকার অধীনেই অনুশীলন করেছেন ২৪ গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বছরের প্রথম গ্র্যান্ড স্লামে সার্বিয়ান তারকার বড় প্রতিদ্বন্দ্বী র‌্যাংকিংয়ের শীর্ষ দুই তারকা ইয়ানিক সিনার ও আলেক্সান্ডার জভেরেভ এবং স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে গত আসরে মুকুট জেতা সিনার এবারও ফেভারিট। বয়স ৩৭ পেরোলেও টেনিস কোর্টে এখনো ক্ষুধা কমেনি জোকোভিচের। লড়াইটা যে জমজমাট হতে চলেছে, সেটা আগেই আঁচ পাওয়া যাচ্ছে। মেয়েদের এককেও টানা তৃতীয় মুকুট ধরে রাখার আশা আরিনা সাবালেংকার। বেলারুশ তারকার বাধা হতে পারেন যুক্তরাষ্ট্রের কোকো গফ কিংবা এলেনা রিবাকিনা। এএফপি </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>