<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : ফেডারেশন কাপের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গ্রুপ থেকে আবাহনী ও রহমতগঞ্জের কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেলেও এখনো ঝুলে আছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গ্রুপের সমীকরণ। গতকাল ফর্টিসকে ১-০ গোলে হারিয়ে ব্রাদার্স কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রেখেছে। আশা শেষ হয়ে যায়নি ফর্টিসেরও। বসুন্ধরা কিংস শেষ ম্যাচে ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলে তারাও কাটবে শেষ চারের টিকিট।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লায় গতকাল ম্যাচের ৩৫ মিনিটে কাওসার আলি রাব্বির করা একমাত্র গোলে জেতে ব্রাদার্স। এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরুতে পিছিয়ে পড়েও শেষ দিকে মান্নাফ রাব্বি ও এহসানুর রহমানের গোলে ওয়ান্ডারার্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে পুলিশ। পয়েন্ট টেবিলে কিংসকে হারানো ফর্টিস এখনো ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। কিংস ও ব্রাদার্স দুই দলেরই পয়েন্ট ৬, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কিংস। শেষ ম্যাচে কিংস, ব্রাদার্স দুই দলই জিতলে ফর্টিসকে পেছনে ফেলে তারাই যাবে কোয়ালিফায়ারে। কারণ ফর্টিসের আর ম্যাচ নেই। তবে ব্রাদার্স পুলিশের কাছে হেরে গেলে পুলিশ ও ফর্টিস দুই দলেরই হবে সমান পয়েন্ট। তাতে সম্ভাবনা থাকবে ফর্টিসেরও। দুই দলের মুখোমুখি লড়াইও ড্র ছিল, সে ক্ষেত্রে গোল ব্যবধানের হিসাব হবে। ফর্টিসকে হারিয়েই তাই কাজ শেষ হচ্ছে না ব্রাদার্সের, জিততে হবে পুলিশের বিপক্ষেও। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকালের জয়ে লড়াইয়ে আছে পুলিশও। প্রথমার্ধে পেনাল্টি থেকে পিছিয়ে পড়ে পুলিশ। কিন্তু ৮৪ ও ৮৬ মিনিটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে তারা। </span></span></span></span></p>