<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অঘটনের শিকার হয়ে প্রথম রাউন্ডে এবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শেষ হয়ে গেছে আন্দ্রে রুবলেভের। গ্র্যান্ড স্লাম অভিষেকে চমক দেখিয়ে এই রুশ তারকার বিদায়ঘণ্টা বাজিয়েছেন জোয়াও ফনসেকা। ভয়ডরহীন টেনিসে এই ব্রাজিলিয়ান তরুণ ৩-০ সেটে হারিয়েছেন নবম বাছাই রুবলেভকে। তবে এ রাউন্ডে জিতেছেন তাঁর জাতীয় দলের সতীর্থ দানিল মেদভেদেভ। রড লেভার অ্যারেনায় রোলার কোস্টারের মতো ওঠানামার ম্যাচে তিনবারের ফাইনালিস্ট এই রুশ তারকা পাঁচ সেটের থ্রিলারে ৩-২ ব্যবধানে হারিয়েছেন থাইল্যান্ডের কাসিদিত সামরেজকে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/15-01-2025/2/kalerkantho-sp-2a.jpg" height="145" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/15-01-2025/2/kalerkantho-sp-5a.jpg" style="float:left" width="250" />অবশ্য এই রুশ গতকাল মেলবোর্ন পার্কে আলোচনায় ছিলেন নিজের র‌্যাকেট ও নেট ক্যামেরা ভেঙে। তৃতীয় সেটে শেষ গেমের ঘটনা। ৪০-১৫ পয়েন্টে তখন পিছিয়ে মেদভেদ। এমন সময় সামরেজের একটি শট নেটে লেগে গতিপথ বদলে গেলে ভারসাম্য হারানো মেদভেদ কোনো রকম সেই শট ফেরান, তবে হেরে যান ফিরতি উইনারে। এরপর মেজাজ হারিয়ে র‌্যাকেট দিয়ে নেট ক্যামেরার দিকে ক্রমাগত (অন্তত পাঁচবার) সজোরে আঘাত করতে থাকেন মেদভেদেভ। এই আঘাতে তাঁর র‌্যাকেটের পাশাপাশি ভেঙে যায় ক্যামেরাও। শাস্তি হিসেবে নিশ্চিত জরিমানা গুনতে হবে তাঁকে। তবে ঘুরে দাঁড়িয়ে এরপর টানা দুই সেট জিতে বিজয়োৎসব করেছেন মেদভেদেভই। জেতার পর তিনি বলছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বিতীয় ও তৃতীয় সেটে আমি বলে লাগাতে পারছিলাম না। কী করব ভেবে পাচ্ছিলাম না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাঁর চাওয়া, খুব বড় যেন না হয় জরিমানার অঙ্ক।</span></span></span></span></p>