<p>২০২৪ সালের সেরা পারফরমারদের বাছাই করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে উইজডেন। এই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ক্রিকেটের বাইবেলখ্যাত মর্যাদার এই ম্যাগাজিনের বাছাই করা সেরা এগারো ক্রিকেটারের তালিকায় সুযোগ পাওয়া তাসকিনের জন্য বিশেষ কিছুই বটে।</p> <p>টি-টোয়েন্টির বিশ্বকাপের এই বছর তাসকিন অবশ্য খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ পাননি। ৭ ইনিংসে নিয়েছেন ১৪ উইকেট। তবে বল হাতে বেশ কার্যকরী ছিলেন তিনি। উইকেটপ্রতি মাত্র ২৩.৯ গড়ে রান দেন। রান খরচেও বেশ হিসেবি ছিলেন তাসকিন, ওভারপ্রতি দেন ৫.৩ করে রান।</p> <p>তাসকিনের সঙ্গে এই একাদশে জায়গা পেয়েছেন শাহীন আফ্রিদি। পাকিস্তান থেকে আরো একজন আছেন। শ্রীলঙ্কার ক্রিকেটার আছেন তিনজন। ওয়েস্ট ইন্ডিজের ও আফগানিস্তানের আছেন দুজন করে আর ইংল্যান্ডের একজন।</p> <p>উইজডেন একাদশ : সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এ এম গাজনাফার ও তাসকিন আহমেদ। উইজডেন</p> <p> </p>