লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই হবে এবারের সুপার ক্লাসিকো! চোট দুই তারকাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। ব্রাজিলিয়ানরা নেইমারকে হারানোর কয়েক দিন পর দলের সেরা তারকা মেসিকে হারানোর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। আগামী ২৫ মার্চ বুয়েনস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন আগে মন্টিভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না মেসি।
চোটে মাঠের বাইরে ছিটকে পড়ায় স্বভাবত মনঃক্ষুণ্ন মেসি। অবশ্য মাঠে জাদু দেখাতে না পারলেও একজন সমর্থক হিসেবে আলবিসেলেস্তেদের হয়ে গলা ফাটাবেন বলে জানিয়েছেন তিনি, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশেষ দুটি ম্যাচ খেলতে না পারাটা দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম।
কিন্তু শেষ মুহূর্তে ছোট চোট আবার খেলায় বিরতি নিতে বাধ্য করেছে আমাকে। তবে আমি এখান থেকেই অন্য একজন সমর্থকের মতো দলকে উৎসাহ ও সমর্থন দেব। এগিয়ে যাও আর্জেন্টিনা।’ মেসি ছাড়াও পাউলো দিবালা, পাউলো মন্তিয়েল ও ক্লদিও এচেভেরিকেও এ দুই ম্যাচে পাচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি।
ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় বাঁ ঊরুতে ব্যথা অুনভব করেন মেসি। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে তাঁর পায়ের পেশিতে লো গ্রেপ ইনজুরি আছে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ফল অনুুকূলে এলে চূড়ান্ত পর্বে খেলার টিকিটও নিশ্চিত হয়ে যেতে পারে লিওনেল স্কালোনির দলের। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে।
এএফপি