ভ্যালেন্সিয়াকে আবার গোলবন্যায় ভাসাল বার্সেলোনা। সপ্তাহখানেক আগে লা লিগার লড়াইয়ে তাদের ৭-১ ব্যবধানে হারিয়েছিল কাতালানরা। এবার কোপা দেল রের ম্যাচে ভ্যালেন্সিয়ার জালে তারা বল পাঠিয়েছে পাঁচবার। ফেরান তোরেসের হ্যাটট্রিকে মেস্তায়ায় পাওয়া ৫-০ গোলের বিশাল জয়ে বার্সা পৌঁছে গেছে স্প্যানিশ কাপের সেমিফাইনালে।
তোরেসের হ্যাটট্রিক
ভ্যালেন্সিয়াকে গুঁড়িয়ে সেমিতে বার্সা

নিজের শহরে শৈশবের ক্লাবের বিপক্ষে ত্রিশ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেন তোরেস। প্রতি আক্রমণে খেলার তৃতীয় মিনিটে বার্সাকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণও করেন এই স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড। ফেরমিনো লোপেজের লক্ষ্যভেদে স্কোর হয় ৩-০।
ইংল্যান্ডে টটেনহামকে ৪-০ ব্যবধানে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। সব মিলিয়ে ৪-১ গোলের অগ্রগ্রামিতা নিয়ে ওয়েম্বলিতে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিউক্যাসলের মুখোমুখি হবে অলরেডরা। ইতালিতে ফিওরেন্তিনার মাঠে হেরে স্কুদেত্তো ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে ইন্টার মিলান।
সম্পর্কিত খবর

টিভিতে

ফুটবল
ইপিএল, আর্সেনাল-চেলসি
পুনঃপ্রচার, সকাল ৯-৩০ মিনিট, সিলেক্ট ১
লিস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড
পুনঃপ্রচার, সকাল ১১টা, সিলেক্ট ১
ম্যানচেস্টার সিটি-ব্রাইটন
হাইলাইটস, রাত ৯-৩০ মিনিট, সিলেক্ট ১
আই লিগ, নমধারি-গোকুলাম কেরালা
সরাসরি, দুপুর ২-৩০ মিনিট, টেন ২
।
টি স্পোর্টস

ক্রিকেট
এশিয়ান লিজেন্ড লিগ, কোয়ালিফায়ার ২
সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট
।
জয়ের ধারায় এলিট আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাফুফে এলিট একাডেমি ও আরামবাগ। গতকাল বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে এলিট একাডেমি ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে একই ব্যবধানে জিতেছে আরামবাগ।
ফর্টিস মাঠে দিনের অন্য ম্যাচে ওয়ারীর বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে পিডব্লিউডি।

আলকারাজের হার

ইন্ডিয়ান ওয়েলসে হ্যাটট্রিক হলো না কার্লোস আলকারাজের। ব্রিটেনের জ্যাক ড্র্যাপারের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড। ১-৬ গেমে হেরে শুরুটা করেছিলেন বাজেভাবে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরেরটি জিতে নেন ৬-০ গেমে।