ক্রীড়া প্রতিবেদক : ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়ে খুব কাছে গিয়েও পারেনি বাংলাদেশ। নারী চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা থেকে ছয়টি দল ভারতে হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিট পেলেও নিগার সুলতানারা সাত নম্বরে থেকে শেষ করেন। এ জন্য আট দলের বিশ্বকাপে অংশ নিতে হলে কোয়ালিফায়ার পর্বে খেলতে হবে বাংলাদেশকে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের লাহোরে শুরু হবে ছয় দলের বাছাই পর্ব।
নিগারদের অগ্নিপরীক্ষা লাহোরে

বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টের বাকি পাঁচটি দল স্বাগতিক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ৪ এপ্রিল ঢাকা ছাড়ার কথা নিগারদের। এর আগে মিরপুরে দুই সপ্তাহের ক্যাম্প করবেন মেয়েরা।
মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হবে ১২ মার্চ। দুদিনের বিরতি দিয়ে ১৫ মার্চ মিরপুরে শুরু হবে নিগারদের ক্যাম্প।
সম্পর্কিত খবর

টিভিতে

ফুটবল
আই লিগ, ডেম্পু-চার্চিল ব্রাদার্স
সরাসরি, বিকেল ৫টা, টেন ২
শ্রনিধি ডেকান-ইন্টার কাশি
সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, টেন ২
মেয়েদের চ্যাম্পিয়নস লিগ
উলফসবুর্গ-বার্সেলোনা
সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, ইউটিউব
বিশ্বকাপ বাছাই, আফ্রিকা অঞ্চল
লাইবেরিয়া-তিউনিসিয়া
সরাসরি, রাত ১০টা, ফিফা+
।
টি স্পোর্টস

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
ব্রাদার্স ইউনিয়ন-গুলশান ক্রিকেট ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।
রহস্য রেখে গেলেন ফাহমিদুল

ক্রীড়া প্রতিবেদক : কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে দলে ডাকার আগে পর্যন্ত তাঁর নাম সেভাবে কোথাও শোনা যায়নি। স্প্যানিশ কোচ নিজেই তাঁকে পছন্দ করে সৌদি আরবের ক্যাম্পে আনালেন। আবার গতকাল দেশে ফিরলেন সেই ফাহমিদুল ইসলামকে ছাড়াই। কোচের কথা জাতীয় দলের জন্য এখনো তৈরি নন ইতালিয়ান সিরি ‘ডি’তে খেলা এই ফুটবলার, ‘ফাহমিদুল ভালো মানের খেলোয়াড়, প্রতিভাবান।
সৌদি আরবে দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহমিদুল। এই সময়ে অবশ্য কাবরেরা তাঁর ব্যাপারে কোনো মন্তব্য করেননি, ফাহমিদুলেরও কোনো মনোভাব জানানো হয়নি বাফুফের মিডিয়া থেকে। এদিকে গুঞ্জন, অনুশীলনে সতীর্থ এক খেলোয়াড়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ইতালিতে বেড়ে ওঠা এই তরুণ।

চোট দর্শক বানিয়ে দিল মেসিকে

লিওনেল মেসি ও নেইমারকে ছাড়াই হবে এবারের সুপার ক্লাসিকো! চোট দুই তারকাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। ব্রাজিলিয়ানরা নেইমারকে হারানোর কয়েক দিন পর দলের সেরা তারকা মেসিকে হারানোর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। আগামী ২৫ মার্চ বুয়েনস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন আগে মন্টিভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
চোটে মাঠের বাইরে ছিটকে পড়ায় স্বভাবত মনঃক্ষুণ্ন মেসি। অবশ্য মাঠে জাদু দেখাতে না পারলেও একজন সমর্থক হিসেবে আলবিসেলেস্তেদের হয়ে গলা ফাটাবেন বলে জানিয়েছেন তিনি, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশেষ দুটি ম্যাচ খেলতে না পারাটা দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম।
ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় বাঁ ঊরুতে ব্যথা অুনভব করেন মেসি। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে তাঁর পায়ের পেশিতে লো গ্রেপ ইনজুরি আছে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ফল অনুুকূলে এলে চূড়ান্ত পর্বে খেলার টিকিটও নিশ্চিত হয়ে যেতে পারে লিওনেল স্কালোনির দলের। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে।