ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

নিজেকে সরিয়ে নিলেন মাহমুদ

শেয়ার
নিজেকে সরিয়ে নিলেন মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা যে কারণে এত দিন আটকে ছিল, সে সমস্যার সমাধান হওয়ায় গতকাল নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নেওয়ায় এ সংস্করণের চুক্তিতে অভিজ্ঞ এই ক্রিকেটারকে রাখা বা না রাখার দোলাচলে ভুগতে হয়নি বিসিবিকে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদ উল্লাহ বোর্ডকে অবসর ভাবনার কথা জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে নতুন চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহারও করে নিয়েছেন তিনি।

মাহমুদ নিজেকে সরিয়ে নেওয়ায় আগামী এপ্রিল থেকে বিসিবির চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির খেলায়াড়ের সংখ্যা দাঁড়াবে ২১ জনে। যেখানে খসড়া তালিকায় ক্যাটাগরিতে থাকা মুশফিক শুধু টেস্টে খেলোয়াড় হিসেবে বি ক্যাটাগরিতে নেমে আসবেন। নতুন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে আছেন শুধু তাসকিন আহমেদ।

এদিকে ডানহাতি পেসার নাহিদ রানার পাশাপাশি প্রথমবার চুক্তিতে জায়গা পেলেন জাকের আলী, রিশাদ হোসেন ও তানজিদ হাসান।

কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও নাঈম হাসান।

কে কোন ক্যাটাগরিতে

প্লাস :  বেতন ১০ লাখ

তাসকিন আহমেদ

: বেতন ৮ লাখ

নাজমুল হোসেন, মেহেদী মিরাজ, লিটন দাস

বি : বেতন ৬ লাখ

মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, মুশফিকুর রহিম

সি : বেতন ৪ লাখ

সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী

ডি : বেতন ২ লাখ

নাসুম আহমেদ, খালেদ আহমেদ

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

টি স্পোর্টসে

ক্রিকেট

ডিপিএল, রূপগঞ্জ টাইগারস-গুলশান ক্রিকেট ক্লাব

সরাসরি, সকাল ৯টা

এশিয়ান লিজেন্ডস লিগ ২০২৫

এশিয়ান স্টারস-শ্রীলঙ্কান লায়নস

সরাসরি, বিকেল ৪-৩০ মিনিট

ইন্ডিয়ান রয়ালস-আফগানিস্তান পাঠানস

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

 

অন্যান্য চ্যানেল

ফুটবল

ইউরোপা লিগ, লািসও-ভিক্টোরিয়া প্লজেন

সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, টেন ৫

ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল সোসিয়েদাদ

সরাসরি, রাত ২টা, টেন ২

টটেনহাম-এজেড আলকমার

সরাসরি, রাত ২টা, সনি লিভ

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টানা জয় বিকেএসপি ঝিনাইদহের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
টানা জয় বিকেএসপি ঝিনাইদহের

মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বিকেএসপি ও ঝিনাইদহ। প্রথম দিনের মতোই বিকেএসপি গতকাল কুমিল্লাকে হারিয়েছে ১৬-০ গোলের বড় ব্যবধানে। ওদিকে কিশোরগঞ্জের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলের জয় ঝিনাইদহের। আগের দিন তারাও কুমিল্লাকে হারিয়েছিল বড় ব্যবধানে।

কিশোরগঞ্জ বিকেএসপির বিপক্ষে প্রথম ম্যাচে কোণঠাসা থাকলেও গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঝিনাইদহের বিপক্ষে লড়াই জমিয়ে তোলে। ম্যাচে প্রথম গোলটা করে তারাই। তবে ঝিনাইদহের মেয়েরা ঘুরে দাঁড়াতে সময় নেননি। পরের দুই কোয়ার্টারে তিন গোল করে ৩-১-এ তাঁরা এগিয়ে যান।

শেষ কোয়ার্টারের শুরুতেই কিশোরগঞ্জ আবার ব্যবধান কমালে ম্যাচে উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত অবশ্য ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন ঝিনাইদহের মেয়েরা।

বয়সভিত্তিক জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই বিকেএসপির। ডেভেলপমেন্ট কাপ হকিতে সেই শক্তিমত্তা দেখাচ্ছেন তাঁরা।

দুই ম্যাচে তাঁরা করেছেন ৩১ গোল।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা মেয়েদের

এবারের নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের লাহোরে আগামী ৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হবে এই বাছাই পর্ব। বাংলাদেশ দল পাকিস্তান যাবে ৩ এপ্রিল। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের বাকি দুটি জায়গার জন্য বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়াও খেলছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।

আট দল নিয়ে এ বছরের অক্টোবরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ।

বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ইসমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।

মন্তব্য
চ্যাম্পিয়নস লিগ

বায়ার্ন-ইন্টার শেষ আটে

শেয়ার
বায়ার্ন-ইন্টার শেষ আটে

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বড় জয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছিল বায়ার্ন মিউনিখ। ৩-০ গোলের ঘাটতি মিটিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে অসাধারণ কিছু করতে হতো বেয়ার লেভারকুসেনকে। বে অ্যারেনায় অল জার্মান লড়াইয়ের ফিরতি পর্বে অবিস্মরণীয় কিছু করে দেখাতে পারেনি জাবি আলনসোর শিষ্যরা। বরং নিজ মাঠে ২-০ গোলে হেরে ব্যর্থতার ষোলো কলা পূরণ করেছে জার্মান চ্যাম্পিয়নরা।

দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতা নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। শেষ আটে তারা মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানের। বায়ার্ন-ইন্টার শেষ আটেনিজ মাঠে ২-১ গোলে জিতে ৪-১ গোলের অগ্রগামিতা নিয়ে শেষ আটে উঠেছে ইতালিয়ান জায়ান্টরা।

বে অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্নকে এগিয়ে নেন হ্যারি কেইন।

প্রথম লেগে জোড়া গোল করেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। কেইনের লক্ষ্যভেদে লেভারকুসেনের কাজ হয়ে ওঠে আরো দুরূহ! এরপর তাঁর পাসে আলফোনসো ডেভিস জাল খুঁজে নিলে জয়ের ব্যবধান আরো বেড়েছে বায়ার্নের। শেষ আটে ভিনসেন্ট কোম্পানির দলের প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। প্রতিপক্ষ যে ক্লাবই হোক তাতে বিচলিত নন কেইনরা, সান সিরোয় খেলা সহজ নয়।
তবে যেকোনো দলকে সমস্যায় ফেলার সামর্থ্য আমাদের আছে। ভালোভাবে প্রস্তুত হয়ে মাঠে নামব আমরা। ইএসপিএন

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ