ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা যে কারণে এত দিন আটকে ছিল, সে সমস্যার সমাধান হওয়ায় গতকাল নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নেওয়ায় এ সংস্করণের চুক্তিতে অভিজ্ঞ এই ক্রিকেটারকে রাখা বা না রাখার দোলাচলে ভুগতে হয়নি বিসিবিকে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদ উল্লাহ বোর্ডকে অবসর ভাবনার কথা জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে নতুন চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহারও করে নিয়েছেন তিনি।
মাহমুদ নিজেকে সরিয়ে নেওয়ায় আগামী এপ্রিল থেকে বিসিবির চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির খেলায়াড়ের সংখ্যা দাঁড়াবে ২১ জনে। যেখানে খসড়া তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে থাকা মুশফিক শুধু টেস্টে খেলোয়াড় হিসেবে ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসবেন। নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন শুধু তাসকিন আহমেদ।
এদিকে ডানহাতি পেসার নাহিদ রানার পাশাপাশি প্রথমবার চুক্তিতে জায়গা পেলেন জাকের আলী, রিশাদ হোসেন ও তানজিদ হাসান।
কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও নাঈম হাসান।
কে কোন ক্যাটাগরিতে
‘এ’ প্লাস : বেতন ১০ লাখ
তাসকিন আহমেদ
‘এ’ : বেতন ৮ লাখ
নাজমুল হোসেন, মেহেদী মিরাজ, লিটন দাস
‘বি’ : বেতন ৬ লাখ
মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, মুশফিকুর রহিম
‘সি’ : বেতন ৪ লাখ
সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী
‘ডি’ : বেতন ২ লাখ
নাসুম আহমেদ, খালেদ আহমেদ