ক্রীড়া প্রতিবেদক : আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দেশে ফিরেই ক্যাম্প ছেড়েছেন নারী ফুটবলাররা। ইংল্যান্ড ফিরে গেছেন কোচ পিটার বাটলারও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, ঈদের পর ক্যাম্পে ফিরবেন মেয়েরা। তাতে নারী ফুটবল আবারও লম্বা ছুটিতে।
ক্রীড়া প্রতিবেদক : আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দেশে ফিরেই ক্যাম্প ছেড়েছেন নারী ফুটবলাররা। ইংল্যান্ড ফিরে গেছেন কোচ পিটার বাটলারও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, ঈদের পর ক্যাম্পে ফিরবেন মেয়েরা। তাতে নারী ফুটবল আবারও লম্বা ছুটিতে।
গতকাল ইংল্যান্ড থেকে কালের কণ্ঠকে বাটলার বলেছেন, ‘আরব আমিরাতে আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে। এই মুহূর্তে তাদের ছুটিতে যাওয়া কোনোভাবেই সাহায্য করবে না।
জুলাইয়ে আছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ।
সম্পর্কিত খবর
ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান জোনাল দাবার পাঁচ রাউন্ড শেষে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে তাহসিন তাজওয়ার। গতকাল পঞ্চম রাউন্ডে শ্রীলঙ্কার পেসান্দু রাশমিথাকে হারিয়েছেন এই ফিদে মাস্টার। ৫ খেলায় এটি তাঁর চতুর্থ জয়, ড্র করেছিলেন তৃতীয় রাউন্ডে। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে।
ফুটবল
ইপিএল, ম্যানচেস্টার সিটি-ব্রাইটন
সরাসরি, রাত ৯টা, সিলেক্ট ১
এভারটন-ওয়েস্ট হাম
সরাসরি, রাত ৯টা, সিলেক্ট ২
লা লিগা, ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ১১-৩০ মিনিট, জিও সিনেমা
বুন্দেসলিগা, ইউনিয়ন বার্লিন-বায়ার্ন মিউনিখ
সরাসরি, রাত ৮-৩০ মিনিট, টেন ২
লিপজিগ-বরুশিয়া ডর্টমুন্ড
সরাসরি, রাত ১১-৩০ মিনিট, টেন ২
।ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ
সরাসরি, সকাল ৯টা
।ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে একপেশে ম্যাচই হচ্ছে বেশি। গতকালও যেমন কুমিল্লার জালে ১৮ গোল জড়িয়েছে ঠাকুরগাঁও। দলটির রানী আক্তার, একাই করেছেন ছয় গোল। চার গোল করেছেন রেখা মনি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচের পাশাপাশি গতকাল আরো তিনটি ম্যাচ হয়েছে। তাতে বিএএফ মাঠে ১১-১ গোলের বড় জয় পেয়েছে যশোর জেলাও। তারা হারিয়েছে পটুয়াখালীকে। এই ম্যাচেও একাই আধাডজন গোল করেছেন স্ট্রাইকার সোনিয়া আক্তার।