ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের পরখ করে নিতে মালদ্বীপের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। আর বাংলাদেশ? ঢাকায় চার দিন অনুশীলন করে আরো নিবিড় প্রস্তুতির জন্য এখন সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে। সেখানে গত পরশু রাতে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। প্রতিপক্ষ অখ্যাত ক্লাব আল ওয়েদাত।
সৌদি ফুটবলের কোন স্তরে ক্লাবটি খেলে, সে বিষয়ে বাফুফে থেকে কিছু জানানো হয়নি। গুগলে ক্লাবটি সম্পর্কে কিছুই খুঁজে পাওয়া যায়নি। তায়েফ শহরের স্থানীয় এই ক্লাবটির বিপক্ষে ম্যাচটি ক্লোজ ডোর হওয়ায় খেলার ফল জানায়নি বাফুফে। তবে দলীয় সূত্রে জানা গেছে, প্রতিপক্ষের জালে দশের অধিকবার বল পাঠিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা।
ভারত যেখানে মালদ্বীপের মতো দলের সঙ্গে খেলে প্রস্তুতি সারছে, বাংলাদেশ সেখানে খেলছে অখ্যাত দলের বিপক্ষে। যেখানে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতার ছাপ, যেটা স্কোরলাইনে তাকালেই স্পষ্ট। হাভিয়ের কাবরেরা অবশ্য বলছেন ভিন্ন কথা, ‘গত আট দিনে (সৌদিতে) আমরা অনুশীলন কেমন করলাম, সেটা পরখ করে নেওয়ার এটি একটি সুযোগ ছিল। খেলোয়াড়দের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।
সবাইকে ৪৫ মিনিট করে মাঠে রাখার চেষ্টা করেছি। আমরা অনুশীলন চালিয়ে যাব এবং সৌদি ছাড়ার আগে আরো একটি ম্যাচ খেলতে চাই।’