ব্রাজিলের কলম্বিয়া পরীক্ষা

শেয়ার
ব্রাজিলের কলম্বিয়া পরীক্ষা
ব্রাজিলের অনুশীলনে ভিনিসিয়ুস। ছবি : এএফপি

রাত পোহালেই কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাসিলিয়ায় এই ম্যাচ খেলে সেলেসাওরা উড়ে যাবে আর্জেন্টিনায়। বাংলাদেশ সময় ২৬ মার্চ ভোরে বুয়েনস এইরেসে লিওনেল মেসির দেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে দোরিভাল জুনিয়রের দল। এই দুটি দ্বৈরথের ফল অনুকূলে এলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে সেলেসাওরা।

বিপরীত কিছু ঘটলেই আবার চ্যালেঞ্জ বাড়বে ভিনিসিয়ুস-এনদ্রিকদের।

কলম্বিয়া এবং আর্জেন্টিনাদুটি ম্যাচকে ঘিরে তাই সমান মনোযোগ ব্রাজিলের। সুপার ক্লাসিকো নিয়ে আলাদা নজর না দিয়ে একটি একটি ম্যাচ নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সেলেসাওরা। মিডফিল্ডার ব্রুনো গিমারেসের কাছে তো আর্জেন্টিনার চেয়েও কলম্বিয়ার ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ, দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে আমরা একটি করে ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।

পয়েন্টের নিরিখে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করে তারপর আর্জেন্টিনাকে নিয়ে ভাবতে চাই। আশা করি এই দুটি ম্যাচে ভালো করে চূড়ান্ত পর্বের পথে এগিয়ে যাব আমরা।

এমন গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ দর্শক সারিতে বসে দেখতে হবে নেইমারকে।

প্রাথমিক দলে সুযোগ পেলেও চোটের জন্য জাতীয় দলে তাঁর ফেরার সময় আরো হচ্ছে দীর্ঘ। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে নেইমারের অনুপস্থিতি কী অনুভব করবে ব্রাজিল? সংবাদ সম্মেলেনে এর হ্যাঁ-সূচক জবাব দিয়েছেন মিডফিল্ডার ব্রুনো গিমারেস, আমরা তার অভাব অনুভব করব। শুধু খেলোয়াড়রা নয়, তাকে মিস করবে সমর্থকরাও। সে একজন নেতা। আমাদের ১০ নম্বর।
সর্বশেষ এক দশকে আমাদের সেরা খেলোয়াড়। আশা করছি সে দ্রতই সুস্থ হয়ে উঠবে। তাকে না পাওয়াটা আমাদের জন্য বিশাল ক্ষতি। মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই আমরা তার অভাব অনুভব করব নিঃসন্দেহে। কারণ তার উপস্থিতি পুরো দলের মানসিক শক্তি বাড়িয়ে দেয়।

এই মুহূর্তে ব্রাজিলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে লাতিন বাছাইয়ে চার নম্বরে আছে কলম্বিয়া। তবে তাদের বিপক্ষে রেকর্ড দুর্দান্ত সেলেসাওদের। ২০১৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালসহ নিজেদের মাঠে সর্বশেষ ১৪ ম্যাচে কলম্বিয়ার কাছে কোনো ম্যাচ হারেনি নেইমারের দেশটি। লাতিন অঞ্চলের বাছাইয়ে বর্তমান পাঁচ নম্বরে আছে প্রতিটি বিশ্বকাপে খেলা একমাত্র দেশ ব্রাজিল। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ সালের বিশ্বকাপে। সপ্তম দলের সামনেও সুযোগ আছে প্লে অফ মাড়িয়ে সেরা ছয়ের সঙ্গী হওয়ার। সে জন্যই বলা হচ্ছে বর্ধিত কলেবরের বিশ্বকাপের সবচেয়ে সুবিধাভোগী সম্ভবত লাতিন আমেরিকার দেশগুলো। ইএসপিএন

মন্তব্য

সম্পর্কিত খবর

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, হায়দরাবাদ-রাজস্থান

সরাসরি, বিকেল ৪টা

চেন্নাই-মুম্বাই, সরাসরি, রাত ৮টা

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

উয়েফা নেশনস লিগ, জার্মানি-ইতালি

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫

স্পেন-নেদারল্যান্ডস

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৩

পর্তুগাল-ডেনমার্ক

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২

ফ্রান্স-ক্রোয়েশিয়া

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বিকেএসপিরই শিরোপা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বিকেএসপিরই শিরোপা
ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা উৎসব বিকেএসপির মেয়েদের। ছবি : সংগৃহীত

এটা অনুমেয়ই ছিল। টুর্নামেন্টজুড়ে গোলোৎসব করেছে বিকেএসপি। গতকালের ফাইনালের প্রতিপক্ষ কিশোরগঞ্জকেও গ্রুপ পর্বে ১৫ গোল দিয়েছিল। ফাইনালের ফল নিয়ে তাই সংশয় ছিল না।

তবে কিশোরগঞ্জ এদিন লড়াই করেছে। প্রথম ম্যাচের মতো ছন্নছাড়া হয়নি। তাতেও ৮-০ গোলের জয় নিয়ে মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা উৎসব করেছে বিকেএসপিই।

ফাইনাল পর্যন্ত সাত ম্যাচে ১০২ গোল করেছে দলটি।

তাতে ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন অর্পিতা পাল। তবে চমক ছিল সেরা খেলোয়াড়ের পুরস্কারে। কিশোরগঞ্জকে ফাইনালে তোলার পথে ১১ গোল করা ফারদিয়া আক্তার রাত্রি হয়েছেন সেই সেরা খেলোয়াড়। আসরে তৃতীয় হয়েছে যশোর।
গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহীকে হারিয়েছে তারা ৪-০ গোলে। জেলা দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল যথেষ্টই। কিন্তু বিকেএসপির সঙ্গে হয়েছে অসম লড়াই।

মন্তব্য

জুয়ার বিজ্ঞাপনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
জুয়ার বিজ্ঞাপনে সাকিব

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন তাঁর ক্রিকেটে ফেরার অপেক্ষা, তখন আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাঁকে। একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার ওপর মানুষকে বেটিংয়ের জন্য আহবান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে একবার সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করে বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব। ওই সময় বোর্ডের কঠোর সিদ্ধান্তের কারণে ভুল স্বীকার করে সরে এসেছিলেন তিনি। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার ছিলেন সাকিব। তবে এ বছর চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশেও ফেরেননি তিনি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ