ক্রীড়া প্রতিবেদক : ঢাকায় শেষ দিন অনুশীলন করেও ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারেননি কাবরেরা। শিলং গেছেন ২৪ খেলোয়াড়। শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার তাজউদ্দিন, উইঙ্গার আরিফ হোসেন ও স্ট্রাইকার পিয়াস আহমেদ। পিয়াসের বাদ পড়াটা অবাক করার মতোই।
ক্রীড়া প্রতিবেদক : ঢাকায় শেষ দিন অনুশীলন করেও ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারেননি কাবরেরা। শিলং গেছেন ২৪ খেলোয়াড়। শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার তাজউদ্দিন, উইঙ্গার আরিফ হোসেন ও স্ট্রাইকার পিয়াস আহমেদ। পিয়াসের বাদ পড়াটা অবাক করার মতোই।
আল আমিন ও পিয়াসের খেলার ধরন আলাদা। প্রতিপক্ষকে প্রেস করে ট্রানজিশনে আল আমিন দ্রুতগতির, ফিনিশিংয়েও ভালো।
এর আগে সহকারী কোচ হাসান আল মামুন আভাস দিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ তারকার সহজাত রক্ষণগুণ ও পাসিং সামর্থ্য মাথায় রেখে তাঁকে ‘ডিপ লায়িং মিডফিল্ডার’ হিসেবে খেলানো হতে পারে, যাতে নিচ থেকে খেলার নাটাইটা ঘোরাতে পারেন। সুনীল ছেত্রীদের জন্য এই হামজাই বড় চ্যালেঞ্জ। তবে জিতে ফিরতে হলে আক্রমণভাগে রাকিব, মোরসালিনদেরও জ্বলে উঠতে হবে। ছেত্রীকে ফিরিয়ে হাতেনাতে ফল পেয়েছেন ভারতীয় কোচ মানোলো মার্কেস। গত পরশু শিলংয়ের একই মাঠে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে তাঁর দল। হেডে অসাধারণ এক গোল করে ফেরাটাও রাঙিয়েছেন ছেত্রী। তবে ম্যাচ শেষে বাংলাদেশ প্রসঙ্গে কঠিন এক লড়াইয়ের আভাসই দিয়েছেন ভারতীয় কোচ, ‘হামজা অসাধারণ খেলোয়াড়। সে এই মুহূর্তে প্রিমিয়ার লিগে না থাকলেও চ্যাম্পিয়নিশপ লিগে নিয়মিত খেলছে। আর বাংলাদেশ দলটাও এখন অনেক ভালো। কারণ ওরা একই কোচের অধীনে তিন কি চার বছর ধরে একসঙ্গে খেলছে।’ মালদ্বীপের বিপক্ষে জয়ের বিপরীতে চোটের দুঃসংবাদও অবশ্য হজম করতে হয়েছে ভারতকে। আক্রমণাত্মক মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্দেজ চোটে পড়েছেন। অফ দ্য বল মাঠে পড়ে গিয়ে চোট পান তিনি। সেটি শিলংয়ের মাঠ নিয়েও ভাবিয়ে তুলতে পারে বাংলাদেশকে। কারণ এর আগে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচেও একাধিক খেলোয়াড়কে এভাবে পিছলে পড়তে দেখা গেছে নতুন তৈরি এই মাঠটিতে।
হামজাকে নিয়ে বাংলাদেশ অবশ্য সব চ্যালেঞ্জই পেরিয়ে যেতে চায়। গতকাল দেশ ছাড়ার আগে সিনিয়র খেলোয়াড় তপু বর্মণ যেমন বলেছেন, ‘জেতার মানসিকতা নিয়েই আমরা যাচ্ছি। সামনের কয়েকটা দিন ওখানকার কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিতে পারব আশা করি।’
বাংলাদেশ দল
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান। রক্ষণভাগ : শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন। মধ্যমাঠ : হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান, শেখ মোরসালিন। আক্রমণভাগ : ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম ও আল আমিন।
সম্পর্কিত খবর
ক্রিকেট
আইপিএল, কলকাতা-বেঙ্গালুরু
সরাসরি, রাত ৮টা, স্টার স্পোর্টস ১, ২ ও ৩
ফুটবল
বিশ্বকাপ বাছাই, ইউরোপিয়ান অঞ্চল
চেক প্রজাতন্ত্র-ফারো আইল্যান্ডস
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫
ওয়েলস-কাজাখস্তান
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১
।ক্রিকেট
ডিপিএল
পারটেক্স-অগ্রণী ব্যাংক
সরাসরি, সকাল ৯টা
।ক্রীড়া প্রতিবেদক : গত আগস্টে সার্চ কমিটি করা হলেও এখনো ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি পূর্ণাঙ্গ হয়নি। যা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় গত পরশু কমিটিকে আলটিমেটাম দিয়েছে ২০ এপ্রিলের মধ্যে সব কটি ফেডারেশনের কমিটি পূর্ণাঙ্গ করার জন্য।
যদিও সার্চ কমিটির জমা দেওয়া কমিটি প্রকাশ করা নিয়ে মন্ত্রণালয় এর মধ্যেই দীর্ঘসূত্রতা দেখিয়েছে। গত পরশু নতুন করে পাঁচটি ফেডারেশনের কমিটি ঘোষণা করা হলেও সার্চ কমিটির অন্যতম সদস্য মেজর (অব.) ইমরোজ আহমেদ বলেছেন, ‘এর মধ্যেও শ্যুটিং, বক্সিং ও উশুর কমিটি তারা (মন্ত্রণালয়) ঘোষণা করেনি।
যদিও যেসব ফেডারেশনে কমিটি হয়েছে, সেখানেও এনএসসির অর্থের পুরোটা এখনো পাওয়া যায়নি। দাবায় যেমন চার কিস্তির মাত্র একটি দেওয়া হয়েছে, হকিতেও অর্ধেক। তা ছাড়া নতুন কমিটি না হওয়া পর্যন্ত পুরনোদেরই কাজ চালিয়ে নেওয়ার কথা।
ক্রীড়া প্রতিবেদক : নানজিংয়ে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে হতাশ করেছেন জহির রায়হান। ৪০০ মিটারে নিজের হিটে সবার শেষে দৌড় শেষ করেছেন তিনি। সময় নিয়েছেন ৪৯.৮৪ সেকেন্ড, যা তাঁর গত বছরের এশিয়ান ইনডোরের টাইমিংয়ের চেয়ে অনেক বেশি। তেহরানে রুপা জয়ের পথে ৪৮.১০ সেকেন্ডে শেষ করেছিলেন এ স্প্রিন্টার।
নানজিংয়ে ভালো করতে না পারার পেছনে প্রস্তুতির অভাবকে দুষেছেন এই অ্যাথলেট, ‘বিশ্ব অ্যাথলেটিকসের মতো আসরে অংশ নেব আমি, সেই অনুপাতে কি প্রস্তুতি নিতে পেরেছি আমি? বলতে গেলে কোনো প্রস্তুতি ছাড়াই তো এসেছি। আর্মি স্টেডিয়ামে সপ্তাহখানেক নিজের মতো অনুশীলন করেছি। এতে বিশ্ব আসরের প্রস্তুতি হয়? এই ট্র্যাকেই তো কোনো দিন দৌড়াইনি আমি। এর যে তীব্র বাঁক, সে বিষয়ে কোনো ধারণাই ছিল না।
গত বছর তেহরানের সেই আসরের পর এ ধরনের ট্র্যাকে আর নামাই হয়নি জহিরের। নানজিংয়ে গেছেন তিনি একরকম অংশগ্রহণ করতেই।