নাঈম-নুরুলের সেঞ্চুরি

শেয়ার
নাঈম-নুরুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) রানের ফোয়ারা ছোটাচ্ছেন নাঈম শেখ। গতকাল টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে সেঞ্চুরি করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জয় এনে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। ভিন্ন ম্যাচে নুরুল হাসান সোহানের সেঞ্চুরির পরেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২৩ রানে হেরেছে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রানের মালিক হয়ে ডিপিএল শুরু করেন নাঈম।

৭ ইনিংসে সর্বোচ্চ ৪৫৯ রান করে এই টুর্নামেন্টেও একই পথে হাঁটছেন তিনি। গতকাল তুলে নিয়েছেন আসরের দ্বিতীয় শতক। বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ব্যাট হাতে ঝড় তোলেন নাঈম। ১১টি চার ও ৫টি ছয়ে ৬৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি।
এতে ৯ উইকেটে জেতে প্রাইম ব্যাংক।

পাশের মাঠে আবাহনী লিমিটেডের বিপক্ষে মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। মমিনুল হক বল হাতে ৪ উইকেট নেন। লক্ষ্য তাড়ায় ২ উইকেটের জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী।

এদিকে মিরপুরে মোহামেডানের বিপক্ষে কাজে আসেনি নুরুলের (৯৩ বলে ১০০) সেঞ্চুরি। আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৬ রান করে মোহামেডান। লক্ষ্য তাড়ায় ১৯৩ রানে থামে ধানমণ্ডির ইনিংস।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিশ্বকাপ বাছাই

শেয়ার
বিশ্বকাপ বাছাই
গত পরশু বিশ্বকাপ বাছাইয়ে মলদোভাকে ৫-০ গোলে হারানোর পর নরওয়ের আর্লিং হালান্ডের (মাঝে) উদযাপন। আরেক ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ওয়েলস। ছবি : এএফপি
মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই

লিথুয়ানিয়া-ফিনল্যান্ড

সরাসরি, রাত ১১টা, টেন ২

ইংল্যান্ড-লাটভিয়া

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২

পোল্যান্ড-মাল্টা

সরাসরি, রাত ১-৪৫ মিনিট

টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

আবাহনী-ধানমণ্ডি স্পোর্টস

সরাসরি, সকাল ৯টা

আইপিএল

দিল্লি-লখনউ

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

মিনহাজ চ্যাম্পিয়ন

শেয়ার
মিনহাজ চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন। রানার আপ তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। মিনহাজ ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন। আট পয়েন্ট নিয়ে সুব্রত রানার আপ হন।

তৃতীয় হয়েছেন নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ